Ajoy Edwards | GNLF: জিএনএলএফ ছাড়লেন অজয় এডওয়ার্ডস, গড়বেন নয়া দল! 

Last Updated:

Ajoy Edwards resigned from GNLF: পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ, দ্রুত বদলাচ্ছে রাজনীতির রঙ!

শিলিগুড়ি: পাহাড়ের রাজনীতিতে ফের নয়া সমীকরণ। নতুন দল গড়ছেন দলত্যাগী জিএনএলএফ নেতা অজয় এডওয়ার্ডস (Ajoy Edwards)। দিল্লি থেকে ফিরে পাহাড়ে ওঠার পথে রোহিণীতে তিনি সাফ জানান, নতুন দল গড়বেন তিনি। তবে যথা সময়ে। আপাতত পাহাড়, তরাই এবং ডুয়ার্সে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলবেন। তারপরই নয়া মঞ্চে অভিষেক হবে। অন্য কোনও দলে যোগ দেবেন না। পাহাড়বাসীর উন্নয়ন এবং দাবি মেটানোই হবে লক্ষ্য। সেই লক্ষ্যেই পা ফেলবেন তিনি।
দীর্ঘদিনের জিএনএলএফ (GNLF) নেতা অজয় এডওয়ার্ডস। দলীয় সভাপতি সুবাস পুত্র মনের ঘনিষ্ঠ বন্ধু অজয়। রাজনৈতিক নেতা হিসেবে মনকেই মানতেন তিনি। মন ঘিসিংয়ের নির্দেশিত পথেই চলতেন। কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রার্থী পদ নিয়ে দূরত্ব তৈরি হয় দুই বন্ধুর মধ্যে। দল ছাড়ার মধ্য দিয়ে একটা সম্পর্কেরও অবসান হল। "এখন আমার সব হলেন পাহাড়ের বাসিন্দারা। ওদের কথা শুনবো। কাজ করবো।" বলেন অজয়।
advertisement
advertisement
মাস খানেক দার্জিলিংয়ের বাইরেই ছিলেন। রবিবারই ফিরেছেন। রোহিণীতে তাঁকে সংবর্ধনা জানান অনুগামীরা। দার্জিলিং শহরেও বরণ করে নেওয়া হয়। জিএনএলএফের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের ইতি হল এদিন। দিন কয়েক আগেই ভিডিও বার্তায় দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। পাহাড়ে ফিরে পদত্যাগ পত্র দেওয়ার কথা ঘোষণা করলেও রবিবার জানান, তিনি আর পদত্যাগপত্র পাঠাবেন না। কেন না তাঁর দল ছাড়ার ঘোষণাকে জিএনএলএফ নেতৃত্ব গ্রহণ করেছে। এবার লক্ষ্য নতুন দল গঠন। দলের দার্জিলিং শাখার সভাপতি ছিলেন তিনি। তাঁর ঘোষণার পরই অজয় অনুগামীরা জিএনএলএফ থেকে একে একে পদত্যাগ করেছেন। বড়সড় ভাঙন হয়েছে।
advertisement
অনীত থাপার নতুন দলের অভিষেক হবে ৯ সেপ্টেম্বর। এবারে এডওয়ার্ডসের নতুন দল। বিনয় তামাংও আলাদা মঞ্চ গড়ার কথা ঘোষণা করেছেন। ক্রমেই পাহাড়ে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। নতুন দল গড়লেও অনীত থাপার পাশেই থাকবেন এডওয়ার্ড বলে সূত্রের খবর। যদিও তা স্বীকার করেননি অজয় নিজেও।
advertisement
অন্যদিকে অজয়ের দল ছাড়া প্রসঙ্গে জিএনএলএফের সেক্রেটারি জেনারেল নীরজ জিম্বা জানান, ওর কাছে শাখা সভাপতির কোনো নথিও নেই। যদি দেখাতে পারেন রাজনীতি ছেড়ে দেবেন। উনি রাজনৈতিক নেতাই নন। গুরুত্ব দিতে নারাজ দল। ইতিমধ্যেই তাঁর পরিবর্তে ওই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নতুন মুখের হাতে।
Partha Pratim Sarkar
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ajoy Edwards | GNLF: জিএনএলএফ ছাড়লেন অজয় এডওয়ার্ডস, গড়বেন নয়া দল! 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement