Darjeeling Dooars : মাত্র ৭৭০ টাকায় ডুয়ার্সে বেড়ানোর নয়া আকর্ষণ 'ভিস্টাডোম'! পুজো প্ল্যানিংয়ের আগে জেনে নিন টিকিটের স্ট্যাটাস...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Darjeeling Dooars : ট্রেনে বসেই জঙ্গল সাফারির সুযোগ। সঙ্গে থাকবে নাচ-গান।
করোনা আবহে ভ্রমণপিপাসু বাঙালির জীবনে যেন নেমে এসেছে গ্রহণ। দীর্ঘদিন ধরে ঘরবন্দি। নানা বিধিনিষেধে পর্যটনকেন্দ্রগুলোও বন্ধ বা কোনও কোনও ক্ষেত্রে আংশিক খোলা থাকলেও রয়েছে অনেক নিয়মের বেড়াজাল। তবে, ধীরে ধীরে চালু হচ্ছে পর্যটনকেন্দ্রগুলো (Darjeeling Dooars)। বারবার বিধিনিষেধ ও করোনার বাড়বাড়ন্তে হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে পর্যটন শিল্পও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষ করে নিউ জয়পাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের রুটটা খুবই ভালো। এই রুটের প্রাকৃতিক শোভা এতটাই সুন্দর যে, নদী, পাহাড়, তার মধ্যে ঘন জঙ্গলে ভরা রুট। এর মধ্যে দিয়ে যখন ট্রেন যায় অবশ্যই দারুণ লাগে। তার উপর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যদি আবার কাঁচের ট্রেনের মধ্যে দিয়ে দেখতে পারি, তাহলে জার্নিটা আরও বেশি মনোগ্রাহী হয়ে ওঠে।'