একটানা গুমোট গরম আর নয়। বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে (West Bengal Weather News)৷ তা আরও ঘনীভূত হলে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। দক্ষিণবঙ্গের ৩ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস(West Bengal Weather News) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রতীকী ছবি ৷
আবহাওয়ার পূর্বাভাস (West Bengal Weather News) জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় এখনই মুক্তি নেই বৃষ্টির (Rain Forecast) হাত থেকে ৷ কলকাতায় তেমন ভারী বৃষ্টির (Heavy Shower update) পূর্বাভাস না থাকলেও, আকাশ মেঘলা থাকবে৷ সঙ্গে থাকবে ঘর্মাক্ত গরম ৷ তবে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় বেশ কিছু সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের আজই ফিরে আসতে বলা হয়েছে । এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গোয়া থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হচ্ছে। ফাইল ছবি।