South Dinajpur News: একসঙ্গে ১৮ জন চিকিৎসক যোগ দিলেন বালুরঘাট জেলা হাসপাতালে! মিটবে চিকিৎসক সঙ্কট

Last Updated:

স্বাস্থ্যভবন থেকে আগেই ২৪ জন চিকিৎসক দেওয়ার অনুমোদন দিয়েছিল। তার মধ্যে ১৮ জন চিকিৎসক বালুরঘাট জেলা হাসপাতালে কাজে যোগ দেওয়ায় খুশির হাওয়া চিকিৎসা মহলে। নতুন চিকিৎসকদের নিয়ে আরও ভালভাবে পরিষেবা দিতে আলাদা ভাবনা নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

+
News18

News18

দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন ধরে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসক সঙ্কট চলছিল। বেশকিছু বিভাগে নেই পর্যাপ্ত চিকিৎসক। এমনকি ময়নাতদন্তের জন্যও ফরেন্সিক বিভাগও খালি। সেই সমস্যা মেটাতে এবার পাশে দাঁড়াল স্বাস্থ্য ভবন। এবারে একসঙ্গে একঝাঁক চিকিৎসক কাজে যোগ দিলেন বালুরঘাট জেলা হাসপাতালে। গত কয়েকদিন ধরেই এক দুজন করে চিকিৎসক এলেও শেষ দিনে একেবারে ১৮ জন চিকিৎসক কাজে যোগ দিলেন। হাসপাতাল সূত্রে খবর, স্বাস্থ্যভবন থেকে আগেই ২৪ জন চিকিৎসক দেওয়ার অনুমোদন দিয়েছিল। তার মধ্যে ১৮ জন চিকিৎসক বালুরঘাট জেলা হাসপাতালে কাজে যোগ দেওয়ায় খুশির হাওয়া চিকিৎসা মহলে। নতুন চিকিৎসকদের নিয়ে আরও ভালভাবে পরিষেবা দিতে আলাদা ভাবনা নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, ১৮ জন চিকিৎসকদের অ্যানাস্থেসিস, প্রসূতি, মেডিসিন, ট্রপিকাল মেডিসিন, ইমারজেন্সি মেডিসিন, চক্ষু, নাক-কান-গলা, চর্ম, মাইক্রো বায়োলজি, প্যাথোলজি সহ অন্যান্য বিভাগের চিকিৎসকরা রয়েছে। চিকিৎসকদের মধ্যে ফরেন্সিক বিভাগের চিকিৎসকের বিশেষ প্রয়োজন বালুরঘাটে। ওই চিকিৎসকের অভাবে রহস্যজনক এবং জটিল মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত করা যায় না। এবার ওই চিকিৎসক এসেছে। চর্ম রোগের ক্ষেত্রেও একই সমস্যা ছিল। ওই বিভাগে মাত্র একজন চিকিৎসক থাকায় মাত্র দুই দিন বহির্বিভাগে চিকিৎসা হত। তবে ওই বিভাগেও একজন চিকিৎসক নিয়োগ হওয়ার ফলে ছয়দিনই ওই বিভাগ খোলা হবে। অন্যান্য বিভাগেও চিকিৎসক সংকট মিটবে বলেই আশাবাদী হাসপাতাল।
advertisement
advertisement
এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, “হাসপাতালে একসঙ্গে ১৮ জন চিকিৎসক কাজে যোগ দিয়েছে। ওই চিকিৎসকরা পারমানেন্ট নয়। দুই বছরের জন্য বন্ডের মাধ্যমে তারা পরিষেবা দিবে৷ তবে হাসপাতালে পরিষেবা আরও ভাল হবে। ফরেনসিক বিভাগে কেউ ছিল না, ওই বিভাগেও চিকিৎসক এসেছে। বাকি যেই বিভাগগুলিতে সংকট ছিল সেই বিভাগেও চিকিৎসক পদ পূরণ হতে চলেছে।”
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলায় নেই মেডিকেল কলেজ। বালুরঘাট জেলা হাসপাতালই একমাত্র ভরসা। এমনকি একসঙ্গে বহু নতুন নতুন পরিষেবা চালু রয়েছে। বালুরঘাট জেলা হাসপাতালে প্রতিদিন রোগীদের যেমন চাপ থাকে, তেমনই চিকিৎসকেরও ব্যাপক প্রয়োজন হয়। কিন্তু প্রায় শতাধিক চিকিৎসক এই হাসপাতালে থাকা প্রয়োজন। কিন্তু তার প্রায় ৫০ শতাংশ বা অর্ধেক চিকিৎসক দিয়ে এতদিন হাসপাতাল চলছিল। এবার এক ঝাঁক চিকিৎসক কাজে যোগ দিতেই খুশির হওয়া জেলায়।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: একসঙ্গে ১৮ জন চিকিৎসক যোগ দিলেন বালুরঘাট জেলা হাসপাতালে! মিটবে চিকিৎসক সঙ্কট
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement