পেট্রোলপাম্পে কাজ করছিলেন কর্মী, রাতের অন্ধকারে মোটরবাইকে চেপে মাথায় গুলি করে গেল দুষ্কৃতীরা!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:RAJKUMAR KARMAKAR
Last Updated:
আলিপুরদুয়ারে পেট্রোল পাম্পে হামলায় কর্মী অজয় মন্ডল গুরুতর জখম। তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে গুলি চালায়। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আলিপুরদুয়ার: পেট্রোল পাম্পে ঢুকে এক কর্মীর মাথায় গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাম্পের কর্মী অজয় মন্ডল।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের টটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চালতাতলা পেট্রোল পাম্পে। গতকাল, সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে আচমকাই অজয়ের মাথায় গুলি চালায় বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
তাকে প্রথমে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, প্রায় ৫০ ঊর্ধ্ব অজয়ের কারও সঙ্গে কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
ঘটনাস্থলটি ২৭ নম্বর জাতীয় সড়কের ধারে হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 08, 2025 5:30 PM IST