পেট্রোলপাম্পে কাজ করছিলেন কর্মী, রাতের অন্ধকারে মোটরবাইকে চেপে মাথায় গুলি করে গেল দুষ্কৃতীরা!

Last Updated:

আলিপুরদুয়ারে পেট্রোল পাম্পে হামলায় কর্মী অজয় মন্ডল গুরুতর জখম। তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে গুলি চালায়। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে আচমকাই অজয়ের মাথায় গুলি চালায় বলে জানা গিয়েছে।(Representational Image)
সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে আচমকাই অজয়ের মাথায় গুলি চালায় বলে জানা গিয়েছে।(Representational Image)
আলিপুরদুয়ার: পেট্রোল পাম্পে ঢুকে এক কর্মীর মাথায় গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাম্পের কর্মী অজয় মন্ডল।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের টটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চালতাতলা পেট্রোল পাম্পে। গতকাল, সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে আচমকাই অজয়ের মাথায় গুলি চালায় বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
তাকে প্রথমে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, প্রায় ৫০ ঊর্ধ্ব অজয়ের কারও সঙ্গে কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
ঘটনাস্থলটি ২৭ নম্বর জাতীয় সড়কের ধারে হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পেট্রোলপাম্পে কাজ করছিলেন কর্মী, রাতের অন্ধকারে মোটরবাইকে চেপে মাথায় গুলি করে গেল দুষ্কৃতীরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement