গরমে সাপের উপদ্রব বাড়ছে! ঘরে সাপ ঢুকলে ভয় না পেয়ে কী করবেন? কোন গন্ধে জব্দ সাপ? জেনে নিন

Last Updated:
জানেন, সাপও আমাদের ভয় পায়? তাই বুদ্ধি খাটিয়ে সাপের মোকাবিলা করুন। জেনে নিন সাপ ঘরে ঢুকলে কী করবেন!
1/8
শীতঘুম কাটিয়ে বসন্তে গর্ত থেকে বেরিয়ে আসে সাপ। আর বেশি গরম পড়লে ঢুকে যায় মানুষের ঘরে। যদি সাপ ঘরে ঢুকে পড়ে এই গরমে, ভয় না পেয়ে কী করবেন? খুব সহজ পথ বাতলালেন সর্প বিশারদ।
শীতঘুম কাটিয়ে বসন্তে গর্ত থেকে বেরিয়ে আসে সাপ। আর বেশি গরম পড়লে ঢুকে যায় মানুষের ঘরে। যদি সাপ ঘরে ঢুকে পড়ে এই গরমে, ভয় না পেয়ে কী করবেন? খুব সহজ পথ বাতলালেন সর্প বিশারদ।
advertisement
2/8
ভারতে এমন কিছু জাতির মানুষ আছেন যারা সাপের উপাসক। আবার অনেকেই সাপে ভয় পান। কিন্তু জানেন, সাপও আমাদের ভয় পায়? তাই বুদ্ধি খাটিয়ে সাপের মোকাবিলা করুন।
ভারতে এমন কিছু জাতির মানুষ আছেন যারা সাপের উপাসক। আবার অনেকেই সাপে ভয় পান। কিন্তু জানেন, সাপও আমাদের ভয় পায়? তাই বুদ্ধি খাটিয়ে সাপের মোকাবিলা করুন।
advertisement
3/8
সাপ কিসে কিসে ভয় পায় জানেন? বিশেষ করে গন্ধে। এইসব গন্ধ শুকলেই লেজ তুলে পালায় সাপ। ঘরেই পেয়ে যাবেন সাপকে জব্দ করার সেই সব গন্ধ। কোনগুলো?
সাপ কিসে কিসে ভয় পায় জানেন? বিশেষ করে গন্ধে। এইসব গন্ধ শুকলেই লেজ তুলে পালায় সাপ। ঘরেই পেয়ে যাবেন সাপকে জব্দ করার সেই সব গন্ধ। কোনগুলো?
advertisement
4/8
জুলজি বিশেষজ্ঞ ডাঃ অনিল কুমার বলছেন, বিষধর সাপেদের মধ্যে মাত্র ২০ শতাংশ ভারতে রয়েছে। তাই সাপের এলাকায় জেনেবুঝে যাওয়া উচিত নয় কারও।
জুলজি বিশেষজ্ঞ ডাঃ অনিল কুমার বলছেন, বিষধর সাপেদের মধ্যে মাত্র ২০ শতাংশ ভারতে রয়েছে। তাই সাপের এলাকায় জেনেবুঝে যাওয়া উচিত নয় কারও।
advertisement
5/8
সাপ কখনও মানুষকে ছোবল দিতে চায় না। শুনতে অবাক লাগলেও সত্যি, কারণ সাপ কেবলমাত্র আত্মরক্ষা করবে বলেই বিপদ আঁচ করে ছোবল দেয়। তাই অনিলের মতে, সাপকে ভয় দেখানো উচিত নয়।
সাপ কখনও মানুষকে ছোবল দিতে চায় না। শুনতে অবাক লাগলেও সত্যি, কারণ সাপ কেবলমাত্র আত্মরক্ষা করবে বলেই বিপদ আঁচ করে ছোবল দেয়। তাই অনিলের মতে, সাপকে ভয় দেখানো উচিত নয়।
advertisement
6/8
বাড়িতে সাপ ঢুকলে তাকে বিরক্ত না করে সময় দেওয়া উচিত। সেটি নিজেই একসময় বেরিয়ে যাবে। তবে যদি ভয় পান, তাহলে সাপকে না ভয় দেখিয়েই করতে পারেন এগুলো।
বাড়িতে সাপ ঢুকলে তাকে বিরক্ত না করে সময় দেওয়া উচিত। সেটি নিজেই একসময় বেরিয়ে যাবে। তবে যদি ভয় পান, তাহলে সাপকে না ভয় দেখিয়েই করতে পারেন এগুলো।
advertisement
7/8
এছাড়াও তাপমাত্রার হেরফেরে ভয় পায় সাপ। যদি ঘরে ধোঁওয়া দেন, তাহলেও সাপ পালিয়ে যাবে। দরজা-জানালার ফাঁক, ভাঙা জানালার গ্রিল ইত্যাদি দিয়ে সাপ ঢুকে পড়তে পারে। সেগুলো ভাল করে বন্ধ করে দিন।
এছাড়াও তাপমাত্রার হেরফেরে ভয় পায় সাপ। যদি ঘরে ধোঁওয়া দেন, তাহলেও সাপ পালিয়ে যাবে। দরজা-জানালার ফাঁক, ভাঙা জানালার গ্রিল ইত্যাদি দিয়ে সাপ ঢুকে পড়তে পারে। সেগুলো ভাল করে বন্ধ করে দিন।
advertisement
8/8
সাপ দেখে আতঙ্কিত হবেন না। বেশিরভাগ সাপ বিষহীন ও নিজে থেকে আক্রমণ করে না। সাপ ধরার জন্য দক্ষ বন দফতরের কর্মী বা উদ্ধারকারীকে ফোন করুন। নিজে ধরার চেষ্টা করবেন না।
সাপ দেখে আতঙ্কিত হবেন না। বেশিরভাগ সাপ বিষহীন ও নিজে থেকে আক্রমণ করে না। সাপ ধরার জন্য দক্ষ বন দফতরের কর্মী বা উদ্ধারকারীকে ফোন করুন। নিজে ধরার চেষ্টা করবেন না।
advertisement
advertisement
advertisement