সুন্দরী ভাইঝি, হ্যান্ডসম কাকা! কাছাকাছি আসতেই 'স্ফুলিঙ্গ', রাত কাটতেও মেটেনি আশ... তার পর যা হল!

Last Updated:
Niece-Uncle Love Story: সমাজের চোখে এই প্রেম ছিল নিষিদ্ধ, কিন্তু ভালবাসার কাছে হার মানল রক্তের সম্পর্ক, ধর্ম, সংস্কার, সব কিছু!
1/8
গ্রামের নিস্তরঙ্গ জীবনে হঠাৎ যেন বিস্ফোরণ—সন্ধ্যা নামার আগে কেউ টেরও পায়নি কী ভয়ঙ্কর চমক অপেক্ষা করছে! সম্পর্ক ছিল কাকা ও ভাইঝির, অথচ হৃদয়ের সুরে বাঁধা পড়েছিলেন একে অপরের প্রেমে।
গ্রামের নিস্তরঙ্গ জীবনে হঠাৎ যেন বিস্ফোরণ—সন্ধ্যা নামার আগে কেউ টেরও পায়নি কী ভয়ঙ্কর চমক অপেক্ষা করছে! সম্পর্ক ছিল কাকা ও ভাইঝির, অথচ হৃদয়ের সুরে বাঁধা পড়েছিলেন একে অপরের প্রেমে। (Representational Image) 
advertisement
2/8
প্রেমের বয়স বা সীমা নেই—এই কথা বহুশ্রুত। ডাবরার এই ঘটনা রুপকথাকেও হার মানিয়ে দিয়েছে। সবাই তাজ্জব। শেষে কাকার সঙ্গে ভাইঝি? শুনলে হতবাক হবেন।
প্রেমের বয়স বা সীমা নেই—এই কথা বহুশ্রুত। ডাবরার এই ঘটনা রুপকথাকেও হার মানিয়ে দিয়েছে। সবাই তাজ্জব। শেষে কাকার সঙ্গে ভাইঝি? শুনলে হতবাক হবেন। (Representational Image) 
advertisement
3/8
এক যুবক কাকা নিজের ভাইঝির প্রেমে পড়ে যান। ভাইঝিও প্রথম দেখাতেই কাকার প্রতি আকৃষ্ট হয়। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক এতটাই গভীর হয় যে সামাজিক বাধা কিংবা রক্তের সম্পর্ক কোনও কিছুকেই তাঁরা তোয়াক্কা করেননি।
এক যুবক কাকা নিজের ভাইঝির প্রেমে পড়ে যান। ভাইঝিও প্রথম দেখাতেই কাকার প্রতি আকৃষ্ট হয়। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক এতটাই গভীর হয় যে সামাজিক বাধা কিংবা রক্তের সম্পর্ক কোনও কিছুকেই তাঁরা তোয়াক্কা করেননি। (Representational Image) 
advertisement
4/8
প্রেমের সম্পর্কে দুই পরিবারই আপত্তি জানালে তাঁরা পালিয়ে যান বাড়ি থেকে। পরে ফিরেই হাজির হন থানায়, দেখান নিজেদের প্রাপ্তবয়স্ক হওয়ার প্রমাণ।
প্রেমের সম্পর্কে দুই পরিবারই আপত্তি জানালে তাঁরা পালিয়ে যান বাড়ি থেকে। পরে ফিরেই হাজির হন থানায়, দেখান নিজেদের প্রাপ্তবয়স্ক হওয়ার প্রমাণ। (Representational Image) 
advertisement
5/8
সমাজের চোখে এই প্রেম ছিল নিষিদ্ধ, কিন্তু ভালবাসার কাছে হার মানল রক্তের সম্পর্ক, ধর্ম, সংস্কার, সব কিছু। কেউ হয়তো ভাবতেও পারেনি—যে কিশোরী চুপচাপ ঘরের কোণে বসে থাকে, সে একদিন নিজের কাকার হাত ধরে পালাবে, আর ফিরে এসে বিয়ে করবে তাঁকেই।ঘটনাটি যেন সিনেমার চিত্রনাট্য—কিন্তু এটি বাস্তব, ঘটেছে মধ্যপ্রদেশের ডাবরায়।
সমাজের চোখে এই প্রেম ছিল নিষিদ্ধ, কিন্তু ভালবাসার কাছে হার মানল রক্তের সম্পর্ক, ধর্ম, সংস্কার, সব কিছু। কেউ হয়তো ভাবতেও পারেনি—যে কিশোরী চুপচাপ ঘরের কোণে বসে থাকে, সে একদিন নিজের কাকার হাত ধরে পালাবে, আর ফিরে এসে বিয়ে করবে তাঁকেই। ঘটনাটি যেন সিনেমার চিত্রনাট্য—কিন্তু এটি বাস্তব, ঘটেছে মধ্যপ্রদেশের ডাবরায়। (Representational Image) 
advertisement
6/8
Generated image ভিতারওয়ার থানা এলাকার এক কিশোরী এবং শিবপুরি জেলার রামনগরের বাসিন্দা অবনীশ কুশওয়াহার মধ্যে গত দুই বছর ধরে সম্পর্ক চলছিল। গ্রাম্য আত্মীয়তার সূত্রে অবনীশ ওই মেয়েটির কাকা। কিন্তু রক্তের সম্পর্ক তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়নি। ৩০ মার্চ, পরিবারের কাউকে না জানিয়েই তাঁরা পালিয়ে যান।
পুলিশ জানায়,  ভিতারওয়ার থানা এলাকার এক কিশোরী এবং শিবপুরি জেলার রামনগরের বাসিন্দা অবনীশ কুশওয়াহার মধ্যে গত দুই বছর ধরে সম্পর্ক চলছিল। গ্রাম্য আত্মীয়তার সূত্রে অবনীশ ওই মেয়েটির কাকা। কিন্তু রক্তের সম্পর্ক তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়নি। ৩০ মার্চ, পরিবারের কাউকে না জানিয়েই তাঁরা পালিয়ে যান। (Representational Image) 
advertisement
7/8
Generated image মেয়েটির পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তল্লাশি শুরু করে। এই খবর পাওয়ার পর অবনীশ ও কিশোরী বৃহস্পতিবার ফিরে আসেন এবং সোজা থানায় যান। সেখানে নিজেদের প্রাপ্তবয়স্ক প্রমাণ দিয়ে জানান, তাঁরা একসঙ্গে থাকতে চান এবং বিয়েও করতে চান।
মেয়েটির পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তল্লাশি শুরু করে। এই খবর পাওয়ার পর অবনীশ ও কিশোরী বৃহস্পতিবার ফিরে আসেন এবং সোজা থানায় যান। সেখানে নিজেদের প্রাপ্তবয়স্ক প্রমাণ দিয়ে জানান, তাঁরা একসঙ্গে থাকতে চান এবং বিয়েও করতে চান। (Representational Image) 
advertisement
8/8
Generated image মেয়েটি থানায় এসেছে শুনে তাঁর পরিবারও সেখানে পৌঁছয়। দুই তরফের পরিবারকে বোঝানোর পর, শেষ পর্যন্ত পরিবারেরাই রাজি হয়ে যান। অবশেষে হনুমান মন্দিরে তাঁদের বিয়ে দেওয়া হয়।
মেয়েটি থানায় এসেছে শুনে তাঁর পরিবারও সেখানে পৌঁছয়। দুই তরফের পরিবারকে বোঝানোর পর, শেষ পর্যন্ত পরিবারেরাই রাজি হয়ে যান। অবশেষে হনুমান মন্দিরে তাঁদের বিয়ে দেওয়া হয়। (Representational Image) 
advertisement
advertisement
advertisement