সুন্দরী ভাইঝি, হ্যান্ডসম কাকা! কাছাকাছি আসতেই 'স্ফুলিঙ্গ', রাত কাটতেও মেটেনি আশ... তার পর যা হল!
- Published by:Tias Banerjee
Last Updated:
Niece-Uncle Love Story: সমাজের চোখে এই প্রেম ছিল নিষিদ্ধ, কিন্তু ভালবাসার কাছে হার মানল রক্তের সম্পর্ক, ধর্ম, সংস্কার, সব কিছু!
advertisement
advertisement
advertisement
advertisement
সমাজের চোখে এই প্রেম ছিল নিষিদ্ধ, কিন্তু ভালবাসার কাছে হার মানল রক্তের সম্পর্ক, ধর্ম, সংস্কার, সব কিছু। কেউ হয়তো ভাবতেও পারেনি—যে কিশোরী চুপচাপ ঘরের কোণে বসে থাকে, সে একদিন নিজের কাকার হাত ধরে পালাবে, আর ফিরে এসে বিয়ে করবে তাঁকেই। ঘটনাটি যেন সিনেমার চিত্রনাট্য—কিন্তু এটি বাস্তব, ঘটেছে মধ্যপ্রদেশের ডাবরায়। (Representational Image)
advertisement
পুলিশ জানায়, ভিতারওয়ার থানা এলাকার এক কিশোরী এবং শিবপুরি জেলার রামনগরের বাসিন্দা অবনীশ কুশওয়াহার মধ্যে গত দুই বছর ধরে সম্পর্ক চলছিল। গ্রাম্য আত্মীয়তার সূত্রে অবনীশ ওই মেয়েটির কাকা। কিন্তু রক্তের সম্পর্ক তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়নি। ৩০ মার্চ, পরিবারের কাউকে না জানিয়েই তাঁরা পালিয়ে যান। (Representational Image)
advertisement
advertisement