Uttar Dinajpur News: অতিরিক্ত কুয়াশায় সর্ষে ফুলে পোকার আক্রমণ, এই উপায়ে ফসল বাঁচান

Last Updated:

সবুজ রঙের জাব পোকা সর্ষে গাছের পাতা, কাণ্ড, ফুল ও ফল থেকে রস শুষে নিয়ে তাকে একেবারে বরবাদ করে দেয়। ফলে পাতা কুঁকড়ে যায় ও ফুল, ফলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়

+
সর্ষে

সর্ষে ফুল

উত্তর দিনাজপুর: এবারের শীতে অতিরিক্ত কুয়াশা পড়ায় মাথায় হাত কৃষকদের। সর্ষে ফুলে দেখা দিয়েছে জাব পোকা। এই বিপদের হাত থেকে বাঁচবেন কীভাবে? আজকের প্রতিবেদনে সেই বিষয়টাই আমরা তুলে ধরলাম, জানুন বিশেষজ্ঞের মতামত।
সবুজ রঙের জাব পোকা সর্ষে গাছের পাতা, কাণ্ড, ফুল ও ফল থেকে রস শুষে নিয়ে তাকে একেবারে বরবাদ করে দেয়। ফলে পাতা কুঁকড়ে যায় ও ফুল, ফলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এই পোকার আক্রমণের ফলে সর্ষের বীজ থেকে তেলের পরিমাণও কম হয়। সময়মত এর প্রতিকার না করলে সর্ষে চাষ করেও তেমন লাভ হয় না কৃষকদের। এর থেকে নিস্তার পেতে অনেক কৃষক আবার রাসায়নিক সার ব্যবহার করছেন, যা একদমই ঠিক নয়। কারণ এর ফলে সমস্যায় পড়ছে মৌমাছিরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাসায়নিক সার ব্যবহারে সর্ষএ গাছে জাব পোকার আক্রমণ ঠেকানো গেলেও রাসায়নিক সারের কু-প্রভাবে পরাগ মিলনে বাধা পাচ্ছে মৌমাছিরা। ফলে মধু উৎপাদন কমে যাচ্ছে। তাই উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধনঞ্জয় মণ্ডলের পরামর্শ, এই বিপদ থেকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে রক্ষা পেতে হবে। তিনি জানান সর্ষে ছাড়া’ও ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের সবজিতে জাব পোকা দেখা যায়। প্রাকৃতিক উপায়েই এই পোকা থেকে নিস্তার পাওয়া সম্ভব। তুমি জানান, এই পোকা হলুদ রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রে এই জাব পোকা আটকাতে কৃষকদের হলুদ ও নীল আঠালো ফোম ব্যবহার করতে বলা হয়েছে। বাড়িতে এই আঠালো ফোম তৈরি করে নেওয়া যায়। এই আঠালো ফোম তৈরি করতে ছোট ছোট কৌটতে হলুদ পলিথিন আটকে সেখানে আঠা জাতীয় দ্রব্য ব্যবহার করে সর্ষের ক্ষেতে আটকে দিল জাব পোকা চলে যায়।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: অতিরিক্ত কুয়াশায় সর্ষে ফুলে পোকার আক্রমণ, এই উপায়ে ফসল বাঁচান
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement