Netaji Subhas Chandra Bose Birthday: তমলুকে এসে এই চেয়ারে বসেছিলেন নেতাজি, প্রতি জন্মদিনে হয় পুজো
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
তাম্রলিপ্ত পুরসভায় এসে নেতাজি প্রশাসকের চেয়ারে বসেন। সেই চেয়ারটি আজও সযত্নে সংরক্ষণ করা হয়
পূর্ব মেদিনীপুর: জেলার সদর শহর তমলুকেই রয়েছে নেতাজির ব্যবহৃত চেয়ার। প্রতি ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে তাঁর ছবি রাখা হয় এই চেয়ারে। এবার নেতাজির ১২৮ তম জন্মদিন উদযাপিত হচ্ছে গোটা দেশজুড়ে। তাম্রলিপ্ত পুরসভায় আজও সযত্নে তোলা রয়েছে নেতাজির ব্যবহৃত চেয়ার।
১৯৩৮ এর ১১ এপ্রিল কলকাতা থেকে ট্রেনে পাঁশকুড়ায় এসে নামেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেখান থেকে তিনি গাড়িতে করে তমলুক শহরে পৌঁছন। তমলুকে তিনি রাজবাড়ির ভেতর খোসরঙের মাঠে স্বদেশী কংগ্রেস নেতা-কর্মীদের সমর্থনে সভা করেন। প্রাথমিক পর্যায়ে তমলুকের রাখাল গ্রাউন্ডে সভা হওয়ার কথা ছিল। কিন্তু ব্রিটিশ পুলিশ তমলুকে নেতাজির সভা বানচাল করার জন্য মাঠের মালিককে ভয় দেখায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ব্রিটিশ পুলিশের অত্যাচারের ভয়ে নেতাজির সভা করার জন্য মাঠের অনুমতি দেওয়ার পরও পিছু হটেন মাঠের মালিক। তখন তমলুকের কংগ্রেস নেতারা শরণাপন্ন হয় রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের। তিনি রাজবাড়ির অন্দরে আম গাছের বাগান কেটে সভাস্থল তৈরির নির্দেশ দেন। নেতাজি সভা করার পর তমলুকের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পুরসভা, বর্গভীমা মন্দির, তমলুকের রামকৃষ্ণ সেবাশ্রম মিশন। তাম্রলিপ্ত পুরসভায় এসে নেতাজি প্রশাসকের চেয়ারে বসেন। সেই চেয়ারটি আজও সযত্নে সংরক্ষণ করা হচ্ছে। বর্তমানে সারা বছর একটি কাঁচের শো-কেসের ভেতরে চেয়ারটি রাখা থাকে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2024 1:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Netaji Subhas Chandra Bose Birthday: তমলুকে এসে এই চেয়ারে বসেছিলেন নেতাজি, প্রতি জন্মদিনে হয় পুজো
