Hooghly News: ১৫ বছরের অপেক্ষার অবসান, খুশির হাওয়া কৃষকদের মধ্যে

Last Updated:

হুগলির পুড়শুরার ভাঙামোরা গ্রাম পঞ্চায়েতের ২ ও ৬ নম্বর সংসদ এলাকার চাষিরা এর ফলে উপকৃত হয়েছেন

+
চালু

চালু হলো রিভার পাম্প

হুগলি: দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান। অবশেষে চাষের জমিতে রিভার পাম্পের জল এসে পৌঁছল। এরফলে প্রায় ২০০ কৃষক পরিবারের মুখে ফুটল হাসি ফুটল।
হুগলির পুরশুরার ভাঙামোরা গ্রাম পঞ্চায়েতের ২ ও ৬ নম্বর সংসদ এলাকার চাষিরা এর ফলে উপকৃত হয়েছেন। জানা গেছে ওই এলাকার চাষিদের কথা ভেবে ২০০৮ সালে বাম আমলে তৈরি হয়েছিল প্রথম রিভার পাম্প। পরবর্তীতে সরকার বদল হলেও পরিস্থিতির কোন‌ও পরিবর্তন হয়নি। ফলে প্রয়োজনীয় জলের অভাবে চাষের কাজে সমস্যা হচ্ছিল কৃষকদের। বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে গেলেও কোন‌ও কাজের কাজ হয়নি। অবশেষে বিজেপি বিধায়ক বিমান ঘোষের কাছে কৃষকেরা আবেদন জানান। চাষিদের কথা ভেবে বিমানবাবু রিভার পাম্প চালুর ব্যবস্থা করেন। এদিন এলাকার কৃষকদেরকে নিয়ে নতুনভাবে রিভার পাম্পের সূচনা করেন।
advertisement
advertisement
স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং এলাকার কৃষকেরা জানান, বেশ কয়েক বছর ধরে রিভার পাম্প বন্ধ হয়ে পড়েছিল। এরফলে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছিল। প্রায় ২০০ বিঘার উপর জমি চাষ হলেও সেচের ব্যবস্থা না থাকার কারণে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছিল। কিন্তু বিষয়টি নিয়ে পঞ্চায়েত থেকে প্রশাসনের কাছে জানিয়েও সুরাহা হয়নি। তবে বিধায়ককে জানাতেই কাজ হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরে রিভার পাম্পটি বিকল অবস্থায় পড়েছিল। কিন্তু প্রশাসন কোনভাবেই তার সমস্যা সমাধান করেননি। বিষয়টি জানার পরেই তিনি সমস্যা সমাধানের উদ্যোগ নেন। আর তাতেই কাজ হয়েছে।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ১৫ বছরের অপেক্ষার অবসান, খুশির হাওয়া কৃষকদের মধ্যে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement