Ambulance Accident: মর্মান্তিক দুর্ঘটনা! ইসলামপুরে বাবাকে ছেলের খুনের ঘটনায় দেহ আনতে গিয়ে নয়ানজুলিতে অ্যাম্বুল্যান্স, মৃত দুই

Last Updated:

Ambulance Accident: মৃতদেহ বাড়ি পৌঁছানোর পর ফেরার পথে বাইকে ধাক্কা মেরে নয়নজলিতে অ্যাম্বুলেন্স ঘটনায় মৃত্যু দুই। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ঝাড়বড়ি এলাকায়।

Representative Image
Representative Image
চঞ্চল মোদক, উত্তর দিনাজপুর: মৃতদেহ বাড়ি পৌঁছানোর পর ফেরার পথে বাইকে ধাক্কা মেরে নয়নজলিতে অ্যাম্বুলেন্স ঘটনায় মৃত্যু দুই। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ঝাড়বড়ি এলাকায়। জানা গিয়েছে গোয়ালপোখরের বাশবাড়ি এলাকায় ছেলের হাতে খুন হয় জামিল আকতার নামে এক ব্যক্তি।
advertisement
advertisement
শনিবার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর বিকালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ বাড়ি পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সটি ইসলামপুরে ফেরার পথে ঝাড়বাড়ি এলাকায় একটি বাইকের ধাক্কা মেরে বাইকসহ নয়নজলিতে পড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। স্থানীয়রা ওই দুই যুবককে উদ্ধার করে লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতাল পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
advertisement
প্রাথমিক ভাবে এই ঘটনায় বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ ঠেছি ছেলের বিরুদ্ধেশনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার বাঁশপোখর এলাকায়মৃত ব্যক্তির নাম জামিল আকতার বয়স আনুমানিক (৬০)। অভিযুক্ত ছেলে মুজাহিদ আলমকে আটক করে পুলিশছেলে ভারসাম্যহীন দাবি করে পরিবারের
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে আচমকায় জামিল আকতারের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ছেলেএরপর ধারালো অস্ত্র দিয়ে নিজের বাবাকে কোপাতে শুরু করেচিৎকার চেঁচামেচিতে পরিবারের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়অন্যদিকে গলার উপরের অংশে গভীর আঘাত থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জামিল আকতারেরখবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপোখর থানার পুলিশপুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছেশনিবার সকালে অভিযুক্ত ছেলে মুজাহিদ আলমকেআটক করে গোয়ালপোখর থানার পুলিশঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ambulance Accident: মর্মান্তিক দুর্ঘটনা! ইসলামপুরে বাবাকে ছেলের খুনের ঘটনায় দেহ আনতে গিয়ে নয়ানজুলিতে অ্যাম্বুল্যান্স, মৃত দুই
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement