Property laws: পিতার সম্পত্তিতে ছেলেমেয়ের সমান অধিকার থাকলেও একটা শর্তে কিচ্ছু পাবেন না কন্যারা, জানাল হাই কোর্ট
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Property Laws: ছত্তিশগড় হাইকোর্ট সম্প্রতি সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত রায় দিয়েছে যে একটি কারণে যদি একজন পিতা ১৯৫৬ সালের আগে মারা যান, তাহলে কন্যা তার পিতার সম্পত্তি পাবেন না।
advertisement
advertisement
উক্ত মামলাটি সর্গুজা জেলার রাঘমানিয়া এলাকার, যিনি ২০০৫ সালে তার পিতার পৈতৃক সম্পত্তির একটি অংশ দাবি করে একটি দেওয়ানি মামলা দায়ের করেছিলেন। তার পিতা, সুধিন, প্রায় ১৯৫০-৫১ সালে মারা গিয়েছিলেন। তার আইনি উত্তরাধিকারী হওয়ার দাবি সত্ত্বেও, নিম্ন আদালত এবং আপিল আদালত উভয়েই তার আবেদন খারিজ করে দেয়।
advertisement
advertisement
advertisement
