Train Toilet: ট্রেনের টয়লেটের দরজা খুলতেই দেখলেন শুয়ে যাত্রী, উঁকি মারতেই ঘুম উড়ল সকলের! টয়লেটেও এসব? ছি!
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Train Toilet: ভারতীয় রেলওয়েতে জনসন্ধান, টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রীদের সমস্যা নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি একটি ঘটনা সোশ্যাল মিডিয়াকে অবাক করেছে। একজন ব্যক্তি ট্রেনের বাথরুমকে তার "প্রাইভেট কুপে" হিসেবে ব্যবহার করার ভিডিও ভাইরাল হয়েছে।
ভারতীয় রেলওয়েতে জনসন্ধান, টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রীদের সমস্যা নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি একটি ঘটনা সোশ্যাল মিডিয়াকে অবাক করেছে। একজন ব্যক্তি ট্রেনের বাথরুমকে তার "প্রাইভেট কুপে" হিসেবে ব্যবহার করার ভিডিও ভাইরাল হয়েছে। ট্রেনের ভিতরে বসার জায়গা না পেয়ে যাত্রীরা কষ্ট পাচ্ছিল, কিন্তু সেই ব্যক্তি বাথরুমে রাজাদের মতো বসে ছিল!
advertisement
বাথরুমে বাংলো নির্মাণ!ভিডিওতে দেখা গেছে, সেই ব্যক্তি রেলওয়ে বাথরুমের দরজা ভিতর থেকে তালা দিয়ে, তার সমস্ত জিনিসপত্র সেখানে রেখেছে। সেই ছোট জায়গাটিকে একটি অস্থায়ী বেডরুমের মতো বানিয়ে নিয়েছে। উপরে লাগেজের উপর বসে বিশ্রাম নিচ্ছিল।তাছাড়া, জানালার বাইরে একটি ভাঁজ করা খাটও রেখেছিল! সেই দৃশ্য দেখে নেটিজেনরা হাসি থামাতে পারেনি। তবে কিছু লোক এটিকে জনসাধারণের সম্পত্তির অপব্যবহার বলে সমালোচনা করেছে এবং বলেছে যে এই ধরনের কাজ রেলওয়ের পরিচ্ছন্নতাকে ক্ষতিগ্রস্ত করে।
advertisement
advertisement
advertisement
