Alipurduar News: বীরাঙ্গনা সম্মান পেল চা বাগানের তিন মেয়ে, আলিপুরদুয়ার জুড়ে খুশির জোয়ার
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News:: বীরাঙ্গনা সম্মান নিয়ে আলিপুরদুয়ার জেলায় ফিরলেন তিন কন্যা। তারা প্রত্যেকেই চা বাগান এলাকার বাসিন্দা। সামাজিক প্রতিকূলতাকে তোয়াক্কা না করে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধ পরিকর ঈশিকা ছেত্রী, উমা গোরে এবং দীপিকা তেলি।
আলিপুরদুয়ার: বীরাঙ্গনা সম্মান নিয়ে আলিপুরদুয়ার জেলায় ফিরলেন তিন কন্যা। তাঁরা প্রত্যেকেই চা বাগান এলাকার বাসিন্দা। সামাজিক প্রতিকূলতাকে তোয়াক্কা না করে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধ পরিকর ঈশিকা ছেত্রী, উমা গোরে এবং দীপিকা তেলি।
এই তিন কন্যা এখন জেলার মেয়েদের কাছে আইকন। কালচিনি ইউনিয়ন একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্রী ঈশিকা ছেত্রী। এলাকার সমাজ পরিবর্তনের এক উজ্জ্বল মুখ সে। বাগানের অনেক পুরুষ জুয়ার নেশায় আসক্ত থাকে, যা চোখের সামনে সে দেখেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছিল কিশোরদের উপর। ঈশিকা স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। জুয়ার বিরুদ্ধে সে ও তার দল অভিযান চালিয়ে যাচ্ছে।
advertisement
advertisement
অন্যদিকে ক্যারাটেতে পারদর্শী উমা গোরে। সে মাঝেরডাবরী চা বাগানের বাসিন্দা। তাঁর ও ক্যারাটে শেখার মাঝে দারিদ্রতা অন্তরায় হয়ে যায়। কিন্তু তাঁর মনের অদম্য ইচ্ছে দারিদ্রতাকে পরাজিত করে। এখন সে বাগান এলাকার মেয়েদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে।
advertisement
আলিপুরদুয়ার ডিমা চা বাগানের বাসিন্দা দীপালি। সমাজের প্রচলিত ছক ভেঙে পোশাক পরতে, ফুটবল খেলতে স্বাছন্দ দীপালি। অন্য মেয়েদের ফুটবল খেলার প্রতি আগ্রহী করতে পেরেছে সে।
এই তিন বীরাঙ্গনা যে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত, সেই সংস্থার বাকি সদস্যরা ভীষণ খুশি এই সম্মান মেলার পর।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 11:22 PM IST