Vitamin D: কোন 'সবজিতে' সবচেয়ে বেশি 'ভিটামিন-D' আছে বলুন তো...? নাম শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vitamin D: শরীরে প্রায়শই ভিটামিন, খনিজ ও পর্যাপ্ত প্রোটিনের অভাবে একাধিক রোগ হানা দেয়। একাধিক শারীরিক অসুস্থতার পিছনে অন্যতম কারণ হল হল শরীরে ভিটামি ডি-এর ঘাটতি। জানেন কি কোন সবজিতে সবথেকে বেশি পরিমানে পাওয়া যায় এই ভিটামিনটি?
সাধারণ জ্ঞান যেমন দেশ-বিদেশ নিয়ে নতুন নতুন মজাদার সব তথ্য দেয়, তেমনই আবার এই জেনারেল নলেজের ভাণ্ডারেই লুকিয়ে আছে এমন সব অজানা জ্ঞান যা আমাদের জীবন ও স্বাস্থ্যকে উন্নত করতেও কার্যকরী ভূমিকা নেয়। আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক এমনই কিছু আকর্ষণীয় স্বাস্থ্য সংক্রান্ত সাধারণজ্ঞান মূলক প্রশ্নের উত্তর যা জানা অত্যন্ত জরুরি।
advertisement
advertisement
advertisement
advertisement
পুনের মনিপাল হাসপাতালের সিনিয়র পুষ্টিবিদ নেহা সিনহা তাঁর পরামর্শে বলেন, "ডায়েট হওয়া উচিত বিভিন্ন ধরনের খাবার সমন্বিত একটি সুষম খাদ্য যাতে অত্যাবশ্যকীয় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রভূত পরিমানে পাওয়া যায় যা রোগ প্রতিরোধ বাড়ানোর পাশাপাশি শারীরিক কার্যকারিতা উন্নত করতে এবং স্থূলতা হ্রাস করতে বড় অবদান রাখে”।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ডায়েটের নিরিখে যদিও মাশরুমকে সবজি হিসাবেই চিহ্নিত করা হয়, তবে আদতে এগুলি উদ্ভিদ নয় বরং ছত্রাক বিশেষ। যদিও এগুলি উদ্ভিদেরই বৈশিষ্ট্য বিশিষ্ট। তবে একইসঙ্গে মাশরুম প্রাণী বৈশিষ্ট সম্মতও হয়ে থাকে! পুষ্টিবিদরা বলছেন, মাশরুমে ক্যালোরি কম থাকে। কার্যত কোনও চর্বিও নেই এবং কোলেস্টেরল প্রায় নেই বললেই চলে একইসঙ্গে সোডিয়াম মাত্রাও খুব কম মাশরুমে।
advertisement
advertisement
advertisement
advertisement