Knowledge Story: 'লেপ' বানাতে কেন 'লাল কাপড়' ব্যবহার হয় বলুন তো...? চমকে দেবে 'আসল' কারণ!

Last Updated:
Knowledge Story: কখনও কি ভেবে দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই লেপ বানাতে কেন লাল কাপড়ই ব্যবহার করা হয়? কেন লেপ কভারের রঙ সবসময় লালই হয়? পৃথিবীতে আরও অনেক রঙ তো আছে কিন্তু কেন এমন হয় যে লেপ-কার্ডার বা ধুনুরিরা সর্বদা তাদের বিশাল বস্তায় প্রচুর পরিমাণে ইটা লাল কাপড় বোঝাই করে রাখে?
1/15
গুঁটি গুঁটি পায়ে এসে হাজির শীতকাল। আর শীতকাল মানেই নলেন গুড়, কমলা লেবু আর সঙ্গে লেপ-কম্বলের আরাম। বাঙালিদের জন্য অবশ্য শীতের সিজন অসম্পূর্ণ থেকে যায় মাঙ্কি টুপি আর মাফলারের অনুষঙ্গ ছাড়া।
গুঁটি গুঁটি পায়ে এসে হাজির শীতকাল। আর শীতকাল মানেই নলেন গুড়, কমলা লেবু আর সঙ্গে লেপ-কম্বলের আরাম। বাঙালিদের জন্য অবশ্য শীতের সিজন অসম্পূর্ণ থেকে যায় মাঙ্কি টুপি আর মাফলারের অনুষঙ্গ ছাড়া।
advertisement
2/15
এই বছর নভেম্বরের শুরুতে তেমন টের পাওয়া না গেলেও, মাস শেষ হতে না হতেই শীত কামড় বসাতে শুরু করেছে জেলায় জেলায়। কলকাতাতেও একটু একটু করে নামছে পারা। কালীপুজো-জগদ্ধার্থী পুজো মিটতে ক্রমশ শীতল হওয়া হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতকাল দোরগোড়ায়।
এই বছর নভেম্বরের শুরুতে তেমন টের পাওয়া না গেলেও, মাস শেষ হতে না হতেই শীত কামড় বসাতে শুরু করেছে জেলায় জেলায়। কলকাতাতেও একটু একটু করে নামছে পারা। কালীপুজো-জগদ্ধার্থী পুজো মিটতে ক্রমশ শীতল হওয়া হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতকাল দোরগোড়ায়।
advertisement
3/15
আর শীতকাল মানেই একপ্রস্থ লেপ-তোষক-সোয়েটার-জ্যাকেট-টুপি-মোজার গল্প। যতই কমফোর্টার আর ব্ল্যাঙ্কেটের রমরমা হোক না কেন, শীত ছুঁই ছুঁই সময় এলেই বাঙালির ঘরে ঘরে লেপ-তোষক বানানোর ধুম পড়ে যায়।
আর শীতকাল মানেই একপ্রস্থ লেপ-তোষক-সোয়েটার-জ্যাকেট-টুপি-মোজার গল্প। যতই কমফোর্টার আর ব্ল্যাঙ্কেটের রমরমা হোক না কেন, শীত ছুঁই ছুঁই সময় এলেই বাঙালির ঘরে ঘরে লেপ-তোষক বানানোর ধুম পড়ে যায়।
advertisement
4/15
এইসময় বাড়িতে বাড়িতে যেমন দেখা যায় শীতপোশাক ও কম্বল-লেপ রোদে দেওয়ার হিড়িক, তেমনই চোখে পরে এক চেনা দৃশ্য। লেপ ও তোষকের দোকান ছেয়ে যায় লাল আভায়! কারণ লেপ মানেই যেন তুলায় মোড়ানো লাল কাপড়!
এইসময় বাড়িতে বাড়িতে যেমন দেখা যায় শীতপোশাক ও কম্বল-লেপ রোদে দেওয়ার হিড়িক, তেমনই চোখে পরে এক চেনা দৃশ্য। লেপ ও তোষকের দোকান ছেয়ে যায় লাল আভায়! কারণ লেপ মানেই যেন তুলায় মোড়ানো লাল কাপড়!
advertisement
5/15
কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই লেপ বানাতে কেন লাল কাপড়ই ব্যবহার করা হয়? কেন লেপ কভারের রঙ সবসময় লালই হয়? পৃথিবীতে আরও অনেক রঙ তো আছে কিন্তু কেন এমন হয় যে লেপ-কার্ডার বা ধুনুরিরা সর্বদা তাদের বিশাল বস্তায় প্রচুর পরিমাণে ইটা লাল কাপড় বোঝাই করে রাখে?
কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই লেপ বানাতে কেন লাল কাপড়ই ব্যবহার করা হয়? কেন লেপ কভারের রঙ সবসময় লালই হয়? পৃথিবীতে আরও অনেক রঙ তো আছে কিন্তু কেন এমন হয় যে লেপ-কার্ডার বা ধুনুরিরা সর্বদা তাদের বিশাল বস্তায় প্রচুর পরিমাণে ইটা লাল কাপড় বোঝাই করে রাখে?
advertisement
6/15
লেপের কভারে লাল রঙের পিছনে কী নির্দিষ্ট কোনও কারণ আছে? নাকি এর পিছনে আছে কোনও অন্য ইতিহাস অন্য গল্প?
লেপের কভারে লাল রঙের পিছনে কী নির্দিষ্ট কোনও কারণ আছে? নাকি এর পিছনে আছে কোনও অন্য ইতিহাস অন্য গল্প?
advertisement
7/15
জানা যায়, এক সময় মুর্শিদাবাদের একেবারে নিজস্ব এই শিল্পের নামডাক ছিল সর্বত্র। লম্বা আঁশের কার্পাস তুলোর বীজ ছাড়িয়ে লাল রঙে চুবিয়ে শুকিয়ে ভরা হত মোলায়েম সিল্ক এবং মখমলের মাঝখানে। সেই মখমলের রঙ ছিল লাল। সুগন্ধের জন্যে দেওয়া হত আতর।
জানা যায়, এক সময় মুর্শিদাবাদের একেবারে নিজস্ব এই শিল্পের নামডাক ছিল সর্বত্র। লম্বা আঁশের কার্পাস তুলোর বীজ ছাড়িয়ে লাল রঙে চুবিয়ে শুকিয়ে ভরা হত মোলায়েম সিল্ক এবং মখমলের মাঝখানে। সেই মখমলের রঙ ছিল লাল। সুগন্ধের জন্যে দেওয়া হত আতর।
advertisement
8/15
এখন অবশ্য উচ্চমূল্যের কারণে মখমলের কাপড় ব্যবহার হয় না। কিন্তু লাল কাপড় ব্যবহারের প্রথা চালু রয়েছে আজও। কোনও নিয়ম না হলেও আজও লেপ বানালে তা লাল কাপড়েই বানিয়ে থাকেন কারিগররা।
এখন অবশ্য উচ্চমূল্যের কারণে মখমলের কাপড় ব্যবহার হয় না। কিন্তু লাল কাপড় ব্যবহারের প্রথা চালু রয়েছে আজও। কোনও নিয়ম না হলেও আজও লেপ বানালে তা লাল কাপড়েই বানিয়ে থাকেন কারিগররা।
advertisement
9/15
বাংলা, বিহার, ওড়িশা-সহ অবিভক্ত বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের আমল থেকেই প্রথম লেপের উল্লেখ পাওয়া যায় বাংলার ইতিহাসে। রীতি অনুযায়ী লাল মখমলের কাপড় ব্যবহার করে লেপ সেলাই করা হত সেইসময়।
বাংলা, বিহার, ওড়িশা-সহ অবিভক্ত বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের আমল থেকেই প্রথম লেপের উল্লেখ পাওয়া যায় বাংলার ইতিহাসে। রীতি অনুযায়ী লাল মখমলের কাপড় ব্যবহার করে লেপ সেলাই করা হত সেইসময়।
advertisement
10/15
মুর্শিদাবাদ সেই সময়ে তার কারুকার্য এবং নরম লাল মখমলের জন্য বিখ্যাত ছিল। নবাবের লেপ তৈরিতে ব্যবহৃত হত এই লাল মখমল। জানা যায়, অত্যন্ত উচ্চ মানের তুলা কার্ডিং করার পরে, এটি লাল রঙের জলে ডুবিয়ে শুকানোর পরে, আতর (সুগন্ধি) স্প্রে করা হত এবং তারপরে লেয়ারিং করা হাত এক একটি লেপ।
মুর্শিদাবাদ সেই সময়ে তার কারুকার্য এবং নরম লাল মখমলের জন্য বিখ্যাত ছিল। নবাবের লেপ তৈরিতে ব্যবহৃত হত এই লাল মখমল। জানা যায়, অত্যন্ত উচ্চ মানের তুলা কার্ডিং করার পরে, এটি লাল রঙের জলে ডুবিয়ে শুকানোর পরে, আতর (সুগন্ধি) স্প্রে করা হত এবং তারপরে লেয়ারিং করা হাত এক একটি লেপ।
advertisement
11/15
মুর্শিদকুলি খানের মৃত্যুর পর তাঁর মেয়ের জামাই নবাব সুজাউদ্দিন যিনি মুর্শিদকুলী খানের উভয় কন্যা জয়নব উন-নিসা বেগম এবং আজমত উন-নিসা বেগমকে বিয়ে করেছিলেন, তাঁর আমলে তিনি মখমলের পরিবর্তে সিল্ক কাপড় ব্যবহার শুরু করার নির্দেশ দেন কারিগরদের। কিন্তু আবরণের রঙ অপরিবর্তিত থাকে।
মুর্শিদকুলি খানের মৃত্যুর পর তাঁর মেয়ের জামাই নবাব সুজাউদ্দিন যিনি মুর্শিদকুলী খানের উভয় কন্যা জয়নব উন-নিসা বেগম এবং আজমত উন-নিসা বেগমকে বিয়ে করেছিলেন, তাঁর আমলে তিনি মখমলের পরিবর্তে সিল্ক কাপড় ব্যবহার শুরু করার নির্দেশ দেন কারিগরদের। কিন্তু আবরণের রঙ অপরিবর্তিত থাকে।
advertisement
12/15
অন্যদিকে বাংলাদেশের ঢাকার লেপ ব্যবসায়ীরা জানান, লেপে এই রীতি ও রঙের ব্যবহার নবাবরাও অনুসরণ করতেন। সেই থেকে লাল কাপড়ে লেপ বানানোর রীতি চলে আসছে।
অন্যদিকে বাংলাদেশের ঢাকার লেপ ব্যবসায়ীরা জানান, লেপে এই রীতি ও রঙের ব্যবহার নবাবরাও অনুসরণ করতেন। সেই থেকে লাল কাপড়ে লেপ বানানোর রীতি চলে আসছে।
advertisement
13/15
এছাড়া আরও কিছু কারণ রয়েছে; এর মধ্যে অন্যতম হচ্ছে, লেপ কখনও ধোওয়া যায় না। আর লাল কাপড় ব্যবহারের ফলে ময়লা কম চোখে পরে।
এছাড়া আরও কিছু কারণ রয়েছে; এর মধ্যে অন্যতম হচ্ছে, লেপ কখনও ধোওয়া যায় না। আর লাল কাপড় ব্যবহারের ফলে ময়লা কম চোখে পরে।
advertisement
14/15
তবে এ ক্ষেত্রেও আসল কারণ নিয়ে এখনও মতান্তর রয়েছে। অনেকেই মনে করেন, ইতিহাস বা ঐতিহ্যের রীতি মেনে নয়, ব্যবসার খাতিরেই আসলে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে লাল কাপড়ে মুড়ে রাখা হয় লেপ। যাতে দূর থেকেই তা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে। যদিও এই তত্ত্ব নিয়েও কোনও নির্দিষ্ট প্রমাণ নেই।
তবে এ ক্ষেত্রেও আসল কারণ নিয়ে এখনও মতান্তর রয়েছে। অনেকেই মনে করেন, ইতিহাস বা ঐতিহ্যের রীতি মেনে নয়, ব্যবসার খাতিরেই আসলে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে লাল কাপড়ে মুড়ে রাখা হয় লেপ। যাতে দূর থেকেই তা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে। যদিও এই তত্ত্ব নিয়েও কোনও নির্দিষ্ট প্রমাণ নেই।
advertisement
15/15
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের  পরামর্শ নিন।
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement