Alipurduar News: ফুল চাষের রমরমা বদলে দিল পুরো এলাকার নাম! আলিপুরদুয়ারের নার্সারি পাড়ার আসল নাম এখন ভুলতে বসেছেন অনেকেই
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Alipurduar News: দেশি, বিদেশি নানা রকমের ফুলের গাছের দেখা মেলে এই গ্রামে গেলে। আলিপুরদুয়ার শহরের এই এলাকাকে সকলে নার্সারি পাড়া নামেও জেনে থাকেন।
আলিপুরদুয়ার, অনন্যা দে: দেশি, বিদেশি নানা রকমের ফুলের গাছের দেখা মেলে এই গ্রামে গেলে। আলিপুরদুয়ার শহরের এই এলাকাকে সকলে নার্সারি পাড়া নামেও জেনে থাকেন। আলিপুরদুয়ার বিবেকানন্দ দুই নং গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া গেলেই দেখা যাচ্ছে নানা রকমের ফুলের গাছ। এই ফুলগুলির মিষ্টি গন্ধে মাতোয়ারা সকলেই।
ফুল চাষের মধ্য দিয়ে নিজেদের স্বনির্ভর করে তুলছে আলিপুরদুয়ার বিবেকানন্দ দুই নং অঞ্চলের অন্তর্গত ডাঙাপাড়া এলাকার প্রায় ১০০টি পরিবার। এলাকার বাসিন্দাদের নার্সারির ফুল এই মুহূর্তে চলে যাচ্ছে আলিপুরদুয়ার জেলার আশেপাশের বিভিন্ন জেলা-সহ পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যগুলিতে। আর এই ফুল চাষের পেশার মাধ্যমেই নিজেদেরকে স্বনির্ভর করে তুলছেন এই এলাকার মানুষেরা।
advertisement
advertisement
শীতকাল মানেই নানা ফুল। দেশি, বিদেশি নানা ফুল নিজেদের বাগানে রেখে থাকেন ফুলপ্রেমীরা। তবে এই পাড়ায় এলেই নাম না জানা ফুলের দেখা মেলে। এই এলাকায় নার্সারিগুলিতে রয়েছে গাঁদা, ডালিয়া, গোলাপ, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, কসমস, পপি, গাজানিয়া, স্যালভিয়া, ডায়ান্থাস, ক্যালেন্ডুলা, পিটুনিয়া, ডেইজি, ভারবেনা, হেলিক্রিসাম, অ্যান্টিরিনাম, ন্যাস্টারশিয়াম, লুপিন, কারনেশন, প্যানজি, অ্যাস্টার এবং জিনিয়া। ফুলের সময় ও রকমভেদে গাছগুলি মার্চ মাস পর্যন্ত ফুল দেয় বলে জানা যায়। ফুল চাষ করে এই এলাকার পরিবারগুলি স্বচ্ছলতার মুখ দেখছেন। শুধু শীতকালের জন্য নার্সারি এমনটা নয়, এই এলাকার পরিবারগুলি বছরের প্রতিটি সময় বিভিন্ন ফুল, হোম প্ল্যান্ট-এর চাষ করে থাকেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফুলচাষি নৃপেন্দ্র দাস জানান, “আমাদের পরিবার আগে থেকেই ফুলচাষ করে আসছে। এলাকার বাকি বাসিন্দারা ফুল চাষের ইচ্ছে জানিয়েছিল। আমি সকলকে সহযোগিতা করেছি। এখন সকলেই ফুল চাষ করেন। এলাকার মহিলারা বিশেষ করে স্বনির্ভর হচ্ছেন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 24, 2025 6:15 PM IST









