Jalpaiguri News: জমি মাফিয়াদের দৌরাত্ম্য! দিনে-দুপুরে নয়ানজুলিতে নির্মাণ কাজ, প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন স্থানীয়দের
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jalpaiguri News: দিনে দুপুরে সরকারি নয়ানজুলি, সরকারি জমি দখল করে চলছে নির্মাণ কাজ। জমি মাফিয়াদের দৌরাত্ম্যে প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা, ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও।
জলপাইগুড়ি, ধূপগুড়ি, রকি চৌধূরী: দিনে দুপুরে সরকারি নয়ানজুলি, সরকারি জমি দখল করে চলছে নির্মাণ কাজ। জমি মাফিয়াদের দৌরাত্ম্যে প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা, ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও। অবাক লাগলেও এমন ঘটনা ঘটে চলেছে বলেই অভিযোগ স্থানীয়দের।
ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী এশিয়ান হাইওয়ে ৪৮ এর পাশে পূর্ব মাগুরমারী এলাকায় দিনের আলোতেই সরকারি নয়ানজুলি দখল করে নির্মাণ কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অর্থের জোরেই সরকারি জমি দখল করে নির্মাণ কাজ চালাচ্ছে জমি মাফিয়ারা, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। এলাকাবাসীর দাবি, বর্ষাকালে এই নয়ানজুলি দিয়ে এলাকার জল বেরিয়ে যায়। নয়ানজুলি ভরাট হয়ে গেলে সমস্যায় পড়বে এই এলাকার কয়েক হাজার বাসিন্দা।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে নিউজ ১৮ বাংলার প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার আইসি ও পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা পৌঁছলেও কোনও তোয়াক্কা না করেই কাজ চালিয়ে যাচ্ছিল নির্মাণ কর্মীরা। এলাকাবাসীদের দাবি, এই সকল বেআইনি কাজের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক যত তাড়াতাড়ি সম্ভব।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা জয়ন্ত রায় জানিয়েছেন, যে জায়গাটায় কাজ চালানো হচ্ছে সেই জায়গা দিয়ে বর্ষাকালে জল যায়। এখন এইভাবে ওই জায়গা বেঁধে দেওয়া হলে জল যাওয়া বন্ধ হয়ে যাবে। তারা প্রচন্ড সমস্যাই পড়বেন। এর পাশাপাশি এমন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক নজরদারি সেই ভাবে নেই বলেও তিনি অভিযোগ করেছেন। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছেন তিনি। পাশাপাশি একই দাবি তুলতে দেখা গিয়েছে অন্যান্যদেরও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 24, 2025 3:35 PM IST










