ঝাঁ চকচকে নতুন বিমানবন্দর? বাজেটে আশার আলো...! সাজছে রানওয়ে, কবে থেকে ভোল বদলাচ্ছে এই জেলার? দেখুন!

Last Updated:

কেন্দ্রীয় বাজেটে দেশের ১২০ টি বিমানবন্দর চালু কথা উল্লেখ রয়েছে, তাতেই আশার আলো দেখছেন জেলাবাসী!

+
মালদহ

মালদহ বিমানবন্দর 

মালদহ:  মালদহের মাটি থেকে উড়বে বিমান। আকাশ পথে জুড়ে যাবে কলকাতা-মালদহ। কেন্দ্রীয় বাজেটের পর নতুন করে আশা দেখছেন মালদহবাসী। এবার হয়তো চালু হবে দীর্ঘ প্রতিক্ষিত মালদহ বিমান বন্দর। মালদহ বিমান বন্দর চালুর একাধিক পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এমনকি তৈরি হয়েছে নতুন রানওয়ে।
advertisement
কিন্তু তারপরেও কিছু জটিলতা ও সংস্কারের কাজের জন্য চালু হয়নি এই বিমানবন্দরটি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ চেয়ে বাজেট তৈরি করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাজেটে দেশের ১২০ টি বিমানবন্দরের সংস্কার ও  তৈরির কথা উল্লেখ করা হয়েছে।
advertisement
এরপর থেকেই আশার আলো দেখছেন মালদহবাসী। মালদহ মার্চেন্ড চেম্বার অফ কমার্শিয়াল সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, কেন্দ্রীয় বাজেটে দেশের ১২০ টি বিমানবন্দর সংস্কার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। মালদহ বিমানবন্দর দীর্ঘদিন ধরে চালুর সম্ভাবনা রয়েছে। বিমানবন্দরের রানওয়ে তৈরি হয়ে রয়েছে। মালদহ বিমানবন্দর চালু হলে আমরা জেলাবাসি উপকৃত হব।
advertisement
এবার হয়তো দীর্ঘ প্রতীক্ষিত মালদহ বিমানবন্দর চালু হবে। বর্তমানে মালদহ বিমানবন্দরে হেলিকপ্টার ওঠানামা করে। এমনকি বিগত কয়েক বছর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা মালদহ হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছিল। যদিও বর্তমানে তা বন্ধ হয়ে পড়েছে। তৈরি হয়ে রয়েছে নবনির্মিত রানওয়ে। এছাড়াও বেশ কিছু পরিকাঠামো তৈরি হয়েছে ইতিমধ্যে।
তবে আরও বেশ কিছু পরিকাঠামোর সংস্কার ও তৈরির প্রয়োজন রয়েছে। সেগুলির জন্য অর্থ প্রয়োজন। রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই অর্থ বরাদ্দ করলেই পুনরায় বিমানবন্দরের কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। সাংসদ খগেন মুর্মু বলেন, ২০১৯ সাল থেকে আমি মালদহ বিমানবন্দর বিষয়ে সংসদ ভবনে আবেদন জানিয়ে আসছি। রাজ্য সরকারের জন্য আটকে রয়েছে। আশা করছি আগামীতে এই বিমানবন্দর চালু হবে।
advertisement
মালদহ বিমানবন্দর পরিষেবা চালু হলে জরুরি পরিষেবা থেকে বিভিন্ন ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে জেলাবাসীর। সেই অপেক্ষায় রয়েছেন জেলার সর্বস্তরের মানুষ।
হরষিত সিংহ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ঝাঁ চকচকে নতুন বিমানবন্দর? বাজেটে আশার আলো...! সাজছে রানওয়ে, কবে থেকে ভোল বদলাচ্ছে এই জেলার? দেখুন!
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement