ঝাঁ চকচকে নতুন বিমানবন্দর? বাজেটে আশার আলো...! সাজছে রানওয়ে, কবে থেকে ভোল বদলাচ্ছে এই জেলার? দেখুন!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Harashit Singha
Last Updated:
কেন্দ্রীয় বাজেটে দেশের ১২০ টি বিমানবন্দর চালু কথা উল্লেখ রয়েছে, তাতেই আশার আলো দেখছেন জেলাবাসী!
মালদহ: মালদহের মাটি থেকে উড়বে বিমান। আকাশ পথে জুড়ে যাবে কলকাতা-মালদহ। কেন্দ্রীয় বাজেটের পর নতুন করে আশা দেখছেন মালদহবাসী। এবার হয়তো চালু হবে দীর্ঘ প্রতিক্ষিত মালদহ বিমান বন্দর। মালদহ বিমান বন্দর চালুর একাধিক পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এমনকি তৈরি হয়েছে নতুন রানওয়ে।
advertisement
কিন্তু তারপরেও কিছু জটিলতা ও সংস্কারের কাজের জন্য চালু হয়নি এই বিমানবন্দরটি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ চেয়ে বাজেট তৈরি করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাজেটে দেশের ১২০ টি বিমানবন্দরের সংস্কার ও তৈরির কথা উল্লেখ করা হয়েছে।
advertisement
এরপর থেকেই আশার আলো দেখছেন মালদহবাসী। মালদহ মার্চেন্ড চেম্বার অফ কমার্শিয়াল সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, কেন্দ্রীয় বাজেটে দেশের ১২০ টি বিমানবন্দর সংস্কার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। মালদহ বিমানবন্দর দীর্ঘদিন ধরে চালুর সম্ভাবনা রয়েছে। বিমানবন্দরের রানওয়ে তৈরি হয়ে রয়েছে। মালদহ বিমানবন্দর চালু হলে আমরা জেলাবাসি উপকৃত হব।
advertisement
এবার হয়তো দীর্ঘ প্রতীক্ষিত মালদহ বিমানবন্দর চালু হবে। বর্তমানে মালদহ বিমানবন্দরে হেলিকপ্টার ওঠানামা করে। এমনকি বিগত কয়েক বছর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা মালদহ হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছিল। যদিও বর্তমানে তা বন্ধ হয়ে পড়েছে। তৈরি হয়ে রয়েছে নবনির্মিত রানওয়ে। এছাড়াও বেশ কিছু পরিকাঠামো তৈরি হয়েছে ইতিমধ্যে।
তবে আরও বেশ কিছু পরিকাঠামোর সংস্কার ও তৈরির প্রয়োজন রয়েছে। সেগুলির জন্য অর্থ প্রয়োজন। রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই অর্থ বরাদ্দ করলেই পুনরায় বিমানবন্দরের কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। সাংসদ খগেন মুর্মু বলেন, ২০১৯ সাল থেকে আমি মালদহ বিমানবন্দর বিষয়ে সংসদ ভবনে আবেদন জানিয়ে আসছি। রাজ্য সরকারের জন্য আটকে রয়েছে। আশা করছি আগামীতে এই বিমানবন্দর চালু হবে।
advertisement
মালদহ বিমানবন্দর পরিষেবা চালু হলে জরুরি পরিষেবা থেকে বিভিন্ন ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে জেলাবাসীর। সেই অপেক্ষায় রয়েছেন জেলার সর্বস্তরের মানুষ।
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 6:52 PM IST