West Bengal News: পার্থপ্রতিম রায়ের গাড়িতে বোলেরোর ধাক্কা, বড় দুর্ঘটনার কবলে তৃণমূল নেতা!

Last Updated:

West Bengal News: পথ দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

বড় দুর্ঘটনা থেকে রক্ষা
বড় দুর্ঘটনা থেকে রক্ষা
প্রবীর কুন্ডু, কোচবিহার: পথ দুর্ঘটনার কবলে পড়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মাদারিহাটে ঘটে এই দুর্ঘটনা। আলিপুরদুয়ার জেলার চিলাপাতা থেকে পার্থপ্রতিম রায় যাচ্ছিলেন জলপাইগুড়ি সার্কিট হাউজের দিকে । আচমকা কনভয়ের সামনে চলে আসে  বাইক। তাতেই দ্রুত বেক কষলে  কনভয়ে থাকা চেয়ারম্যানের গাড়িতে  ধাক্কা মারে পেছনে আরেকটি  বোলেরো। চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, বুকে আঘাত পান তিনি । সিট বেল্ট পড়া ছিলেন। তা সত্বেও আচমকা এমন দুর্ঘটনা ঘটেছে। রাস্তার পাশে এক  দোকানে বসে বিশ্রাম নিয়েছেন তিনি।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি একটি অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। শুক্রবার জলপাইগুড়িতে রয়েছে এনবিএসটিসির একটি সরকারি অনুষ্ঠান। সে কারণেই আজ জলপাইগুড়ি সার্কিট হাউসে রাত কাটানোর কথা  চেয়ারম্যানের। চিলাপাতা বনাঞ্চল থেকে মাদারিহাট হয়ে জলপাইগুড়ি সার্কিট হাউসে যাওয়ার সময় আচমকাই ঘটে যায় এই পথ দুর্ঘটনা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, কনভয়ের সামনে চলে আসা বাইক ও পেছনের ধাক্কা মারা গাড়িটিকে আটক করেছে পুলিশ। আরো জানা গেছে কনভারের সামনে আচমকা দ্রুত গতিতে চলে এসেছিল বাইকটি। অত্যধিক গতি থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারায়। বাইক চালককে বাঁচাতে তড়িঘড়ি ব্রেক করতে হয়েছিল কনভায়ের চালককে। কনভয়ের গাড়ি থমকে যেতেই পেছনে থাকা আরেকটি বোলেরো জোর গতিতে ধাক্কা মারে পার্থ প্রতিম রায়ের গাড়িতে। গাড়ির পেছনের অংশ দুমড়ে যায়। ভেঙে যায় গাড়ির কাঁচ। গাড়ির ভেতরে পার্থপ্রতিম রায় এক ঝটকায়ে সামনের দিকে এগিয়ে যান।
advertisement
সিটবেল্ট পরা থাকলেও বুকে চোট পেয়েছেন। ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন পাথরপ্রতিম রায়ের গাড়িতে থাকা সকলে। তিনি নিজেও ফেসবুক পোস্ট করে  দুর্ঘটনার কবলে পড়ার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন ভগবানের অশেষ কৃপায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচেছেন। আপাতত মাদারী হাট থেকে রওনা হয়েছেন পার্থপ্রতিম রায়।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: পার্থপ্রতিম রায়ের গাড়িতে বোলেরোর ধাক্কা, বড় দুর্ঘটনার কবলে তৃণমূল নেতা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement