Chandrima Bhattacharya: 'ডিসেম্বরে সবাই ভালোই থাকবেন', চন্দ্রিমার মন্তব্যে তুঙ্গে জল্পনা
- Published by:Suman Biswas
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Chandrima Bhattacharya: শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বারেবারে ডিসেম্বর মাসের কথা বলছেন। ডিসেম্বর মাসে কী হবে?
#বর্ধমান: বিজেপির সভাপতি ছেলেমানুষ। ছেলেমানুষি কথা বলছেন।পূর্ব বর্ধমানের জৌগ্রামে পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভা ও চলো গ্রামে যাই কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভাপতি শিখা দত্ত সেনগুপ্ত।
শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বারেবারে ডিসেম্বর মাসের কথা বলছেন। ডিসেম্বর মাসে কী হবে? উত্তরে চন্দ্রিমা বলেন, সেটা ওরাই বলতে পারবে। রোজই বলছে, বাংলা কাঁপে যাবে। কিন্তু তেমন তো কিছু দেখছি না। আসলে সংবাদ মাধ্যমে ভেসে থাকতে এসব কথা বলছে। ওদের কিসের ভয় ওদের জিজ্ঞেস করুন। ডিসেম্বরে শীত পড়ে। মানুষ ভালো থাকে।
advertisement
মুখ্যমন্ত্রী নদীয়াতে বলেছেন ডিসেম্বর মাসে যেন পুলিশ প্রশাসন সতর্ক থাকে। এ ব্যাপারে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এদের একটা দাঙ্গা তৈরি করার ইতিহাস আছে এবং দাঙ্গা করার প্রবণতাও আছে। ফলে প্রশাসন সহ সকল মানুষকে সতর্ক থাকার জন্য মুখ্যমন্ত্রী বারে বারেই বলেন এবারও সেটা বলেছেন।
advertisement
বোমা বিস্ফোরণে মৃত্যু হচ্ছে। বোমা উদ্ধার হচ্ছে। সামনে পঞ্চায়েত নির্বাচন।কি বলবেন ? তিনি বলেন, বোমা উদ্ধার হচ্ছে। আমাদের প্রশাসনিক তা উদ্ধার করছে। কখনও কারও মৃত্যু কাম্য নয়।এই ধরণের ঘটনাও কাম্য নয়। বোমা মজুত যাতে না হয় সেটার জন্য প্রশাসন দেখছে এবং প্রশাসন সেই মতো কাজ করছে।
advertisement
বিরোধীরা অভিযোগ করছে পঞ্চায়েত ভোটে বোমা মজুত করে বিরোধীদের একটা কোণঠাসা করে রাখা চক্রান্ত করছে। এ ব্যাপারে তিনি বলেন, এসব বিরোধীদের অবান্তর কথা না।কোথাও কোনও সমাজ বিরোধী কার্যকলাপ হলে মুখ্যমন্ত্রী দক্ষ হাতে সেটা নিবারন করার চেষ্টা করেন এবং করছেন।এইসব বলে বিরোধীরা কিছু করতে পারবে না। বিরোধীরা মানুষের মন দখল করতে পারছে না।
advertisement
মুর্শিদাবাদে এক সাংসদের গাড়ির চাকার তলায় একজন শিশু মারা গেছে।পরিবার বলছে যদি গতি নিয়ন্ত্রণ থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না। চন্দ্রিমা বলেন,
সাংসদ নিজেই বলেছেন ঘটনাটি দুর্ভাগ্যজনক। তাঁর ড্রাইভার বাঁচাবার চেষ্টা করেছিলেন। হাসপাতালে মাননীয় সংসদ নিয়ে গেছেন কিন্তু দুঃখের কথা বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি।
advertisement
সুকান্ত মজুমদার বলেছেন ডিসেম্বরে দেখা যাবে কার হাতে কটা এমএলএ থাকে। উত্তরে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী বলেন,দেখুন উনি।কার হাতে কটা থাকে। ছেলেমানুষ একজন সভাপতি।ছেলেমানুষি কথা। ওনাদেরই এমএলএ এমপি সব চলে আসছে। তারপর উনিই দেখবেন। উনি কর গুনবেন, কটা আছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2022 12:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandrima Bhattacharya: 'ডিসেম্বরে সবাই ভালোই থাকবেন', চন্দ্রিমার মন্তব্যে তুঙ্গে জল্পনা