Dilip Ghosh: 'পাবলিক আমাকে জিতিয়েছে, আমি করব', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের!

Last Updated:

Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, ''আইনে সবই আছে, কিন্তু এখানকার সরকার কোনও আইন মানে না। মানবে এবারে।''

দিলীপ ঘোষের তুমুল আক্রমণ
দিলীপ ঘোষের তুমুল আক্রমণ
#কলকাতা: প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অর্থ বরাদ্দ নিয়ে কেন্দ্রের শর্ত প্রসঙ্গে মুখ খুললেন নদীয়ার কল্যাণীতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন। বলেন, ''আগের থেকেই এই শর্ত গুলো ছিল। এই সরকার মানে না। তাই রিমাইন্ডিং দিয়েছে। যখন প্ল্যানিং হবে, কোন রাস্তাটা তৈরি হবে, সেটা এমএলএ, এমপি-র মতামত নিয়ে করা দরকার। আমি সাড়ে তিন বছরের এমপি আমাকে জিজ্ঞাসা করেনি। গত বছর একবার সার্কুলার দিয়েছিল রাস্তা হয়ে যাওয়ার পর। আমাকে জেলাশাসক পাঠিয়েছিল। এই রাস্তা ঠিক করেছি আমরা করব।''
এক নজরে দেখে নেওয়া যাক কী কী বললেন দিলীপ ঘোষ:
তুই ঠিক করার কে রে? পাবলিক আমাকে জিতিয়েছে আমি ঠিক করবো। তুই ঠিক করে দিয়েছিস। তোর বাপের টাকা? তাই কেন্দ্রের সরকার এদেরকে বারবার শর্ত দিচ্ছে নাহলে টাকা বন্ধ করে দেব।
advertisement
আইনে সবই আছে, কিন্তু এখানকার সরকার কোনও আইন মানে না। মানবে এবারে। নাহলে যেমন ১০০ দিনের কাজের টাকা বন্ধ আছে, পঞ্চায়েতের বিভিন্ন টাকা বন্ধ আছে, এটা বন্ধ হয়ে যাবে পুরোপুরি। করো তোমরা পারলে। লুট করার জন্য টাকা কেন্দ্র দেবে না।
advertisement
কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলেছে যে প্রকল্পের টাকা সেই প্রকল্পের নামে খরচ হবে। কেন্দ্র বলেছে প্রকল্পের নাম পাল্টায় তাহলে টাকা আসবে না।
গ্রাম সড়ক যোজনার স্টিকার লাগানো হয়েছে। জেলা পরিষদের লোক পাঠিয়ে। তার ছবি পাঠানো হয়েছে। স্টিকার লাগানো চলবে না। প্রকল্পের নাম লিখতে হবে তবে টাকা আসবে।
advertisement
যা যা বলেছে সব করতে হবে। নয়তো কেন্দ্র টাকা বন্ধ করে দেবে, কেন্দ্রীয় সরকারের অধিকার আছে।
প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা তৈরি হলে রাস্তার দুধারে ফল গাছ বসাতে হবে। আবহাওয়া পরিবর্তনের জন্য গোটা দুনিয়া চিন্তিত। এদের কোনও চিন্তা নেই। গ্রিন ট্রাইবুনাল ফাইন করেছে। এটা চলতে পারে না।
advertisement
নতুন রাজ্যপাল সম্পর্কে বলেন, খুব যোগ্য ব্যক্তিকে রাজ্যপাল করা হয়েছে। শিক্ষিত বিদ্বান ব্যক্তি। প্রধানমন্ত্রীর প্ল্যানিং কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এখানকার সরকার যদি চায়, তার সহযোগিতা নিয়ে এখানকার উন্নয়ন করতে পারে। আর যদি ঝগড়া করতে চায়, হিতে বিপরীত হবে।
পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের বার্তা দেন। সুদ জমছে একসঙ্গে হিসাব হবে। পরিবর্তন হবেই। সব হিসাব হবে। সব হিসাব দিয়ে যেতে হবে। পাশাপাশি জনসংযোগ করতে কল্যাণী দক্ষিণ চাঁদামারি এলাকায় ভোর থেকে পদযাত্রা করেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: 'পাবলিক আমাকে জিতিয়েছে, আমি করব', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement