গ্রামীণ মানুষের সমস্যা মেটাতে নয়া উদ্যোগ, ত্রিপুরায় চালু হল 'আমার সরকার' পোর্টাল
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
গ্রামাঞ্চলের মানুষের সরকারি সুবিধা দ্রুত পৌঁছে যাবে, আশ্বাস প্রশাসনিক আধিকারিকদের।
#আগরতলা: ত্রিপুরায় গ্রামীণ এলাকার মানুষের সমস্যা দ্রুত নিরসনে 'আমার সরকার' ওয়েব পোর্টালের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যের বর্তমান সরকার চাইছে রাজ্যের প্রকৃত উন্নয়ন সাধন করতে। গ্রাম-শহর থেকে শুরু করে পাহাড় কিংবা প্রত্যন্ত জনপদ সর্বত্রই আজ উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চায় তারা। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সমাজের সকল অংশের মানুষের কাছে যাওয়ার ব্যবস্থা করছে রাজ্যের সরকার। ভারসাম্যতা রক্ষা করে এবার গ্রাম পঞ্চায়েত স্তরে আরেকটি পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার। চালু করা হল 'আমার সরকার' নামক একটি ওয়েব পোর্টালের।
বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির ব্যবহার বিশেষ করে ওয়েবসাইটগুলো দ্রুততার সঙ্গে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই কথা বিবেচনা করেই এই পোর্টালের সূচনা হয়েছে। গ্রামীণ এলাকার সাধারণ মানুষের বিভিন্ন চাহিদা এবং সমস্যা দ্রুত নিরসনের লক্ষ্যে মুক্তধারা অডিটরিয়ামে গ্রামোন্নয়ন (পঞ্চায়েত) দফতরের উদ্যোগে 'আমার সরকার' ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তৃণমূলস্তর পর্যন্ত সরকারী সুযোগ সুবিধাগুলো দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের কারণ।
advertisement
এই ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্মটি ব্যবহার করে ত্রিপুরার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির পঞ্চায়েত সচিব, গ্রামীণ কর্মসূচি সচিব, গ্রাম সচিব এবং গ্রামীণ কর্মসূচি পরিচালকেরা গ্রামবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি রাজ্যে সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে নথিভুক্ত করবেন৷ পরবর্তীকালে এক্তিয়ার অনুসারে সংশ্লিষ্ট দফতরগুলো দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে।
advertisement
আরও পড়ুন- নজরে মেঘালয়, শুক্রবারেই জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ওয়েব পোর্টালের শুভ সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, " বর্তমান সরকার সকলকে ভাল রাখার চেষ্টা করছে। গ্রামীণ এলাকার মানুষেরাও এর বাইরে নন। তিনি বিশ্বাস করেন গ্রাম পঞ্চায়েত স্তরের সরকারি কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যথাযথ তথ্য এই পোর্টালে তুলে ধরবেন। এর মাধ্যমে বর্তমান বিকাশমুখী সরকার গ্রামীণ জনগণের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারবে অনায়াসে এবং কার্যকরী রূপে।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 18, 2022 9:19 AM IST










