Abhishek Banerjee: পাখির চোখ এই দুই জেলা, আজ ধূপগুড়িতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- Published by:Debamoy Ghosh
Last Updated:
উত্তরবঙ্গে সংগঠন চাঙ্গা করতে অভিষেকের কি বার্তা রাজনৈতিক মহলের নজর সেদিকেই।
#দার্জিলিং: মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গ থেকে দলের কর্মীদের উদ্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী বার্তা দেন, সবার নজর সেদিকেই।
মার্চ মাসের শেষেই পাহাড় সফরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করেছিলেন পাহাড়ের একাধিক রাজনৈতিক দলের সঙ্গে। শেষ পর্যন্ত জিটিএ নির্বাচন হয়ে আজ তাঁর শপথ অনুষ্ঠান। এর পর জুনের শুরুতেই তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা। সেখানে প্রথমে আলিপুরদুয়ারে যান তিনি।
কর্মিসভা ও একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি জলপাইগুড়িতেও সভা করেন তিনি। রাজ্য ভাগের বিরুদ্ধে মানুষকে এক হওয়ার বার্তা দেন।
advertisement
advertisement
আলিপুরদুয়ারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "আলিপুরদুয়ার, কোচবিহারের মানুষকে বলব আমরা সবাই এক। কোনওভাবেই বাংলা ভাগ হতে দেব না। আমি রক্ত দেওয়ার জন্য তৈরি। রবীন্দ্রনাথ, নজরুল,পঞ্চানন বর্মাকে ভাগ করতে পারবেন? কিছু নেতার কাজকর্ম নেই আমাকে ভয় দেখাচ্ছে। বলছে উত্তরবঙ্গকে ভাগ না করলে আমাকে মেরে দেবে।আমি বলি তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও। এতবড় ক্ষমতা তোমাদের?"
advertisement
তাঁর ওই সফরের আগে একটি ভিডিয়ো বার্তা দিয়েছিল কেএলও। কেএলও নেতা জীবন সিং একটি ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরই আলিপুরদুয়ারের সভায় এ নিয়ে সরব হন মমতা। সেখানে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি।কখনও বিজেপি বিধায়কদের রাজ্যভাগের হুমকি। কখনও আবার হুশিয়ারি।
advertisement
পাল্টা এর বিরোধিতা তৃণমূল কংগ্রেস করলেও এবার উত্তরের মাটি থেকেই জবাব দিতে চায় তৃণমূল কংগ্রেস। তাই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আজকের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত যে দুই জেলাকে নিয়ে এই সভা হচ্ছে সেই আলিপুরদুয়ারে তৃণমূলের ফল অত্যন্ত খারাপ। জলপাইগুড়িতে সে অর্থে ভালো ফল নেই। এই অবস্থায় আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অভিষেকের এই সফর। সফরে একদিকে যেমন সংগঠনকে শক্তিশালী করে তুলতে আগামী দিনে কীভাবে কাজ করবে দল সেই বার্তা দেবেন তিনি। অন্যদিকে, কীভাবে বিজেপি বিরোধীতায় দল সরব হবে সেই বার্তাও দেবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2022 9:15 AM IST