Draupadi Murmu in Kolkata: দলে থেকেও ব্রাত্য! দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতেও এই বিধায়ককে কেন ডাকল না বিজেপি?

Last Updated:

বাবার পথে ছেলে? জোর জল্পনা রাজনৈতিক মহলে। 

বঙ্গ বিজেপির নতুন কর্মসূচি
বঙ্গ বিজেপির নতুন কর্মসূচি
#কলকাতা: খাতায় কলমে তিনি এখনও বিজেপি বিধায়ক। তবে গেরুয়া শিবিরের কোনও রাজনৈতিক কর্মসূচিতে তাঁর দেখা মেলে না।  বাবার মতো ঘোষণা করে  এখনও দল পরিবর্তন না করলেও তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়ে থাকায় গেরুয়া শিবির দলীয় বিধায়ককে বর্তমানে একপ্রকার সন্দেহের চোখেই দেখছে।
আর সে কারণেই এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদি মুর্মু যখন কলকাতা সফরে এসে দলের বিধায়ক সাংসদ ও অন্যান্য পদ্ম নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, তখন 'ব্রাত্য' গেরুয়া শিবিরের এক বিধায়ক। ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং।  যাঁর অন্য পরিচয় তিনি সাংসদ অর্জুন সিংয়ের পুত্র।
advertisement
advertisement
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নিজের পুরনো দলে  ঘরওয়াপসি হওয়ার পর ব্যারাকপুরের দাপুটে সাংসদ অর্জুন সিং বর্তমানে রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে আনুষ্ঠানিকভাবে অর্জুন পুত্র পবনকে বাবার সঙ্গে তৃণমূলের কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে না দেখা গেলেও রাজনৈতিক মহলের ধারণা, শীঘ্রই ভাটপাড়ার এই বিজেপি বিধায়কও দলবদল করে শাসক শিবিরে নাম লেখাবেন।
advertisement
এ রকম আঁচ পাওয়ার পরে পরেই বিজেপি নেতৃত্ব কার্যত পবন সিংয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে বলে খবর। বিষয়টি আরও প্রকাশ্যে এল রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর কলকাতা সফরকে কেন্দ্র করে। ইতিমধ্যেই কলকাতায় পা রেখেছেন দ্রৌপদী মুর্মু।  বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে আজ, মঙ্গলবার  গেরুয়া শিবিরের জনপ্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন তিনি। বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফে সমস্ত জনপ্রতিনিধিদের মঙ্গলবার দ্রৌপদী মুর্মুর সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ পর্ব সে ব্যাপারে প্রত্যেককে কলকাতার বৈঠকে হাজির হওয়ার  বার্তা দিলেও দলীয় সূত্রের খবর, সেই তালিকায় দলের বিধায়ক পবন সিং-কে 'বাদ' রাখা হয়েছে। বিজেপি পরিষদীয় দলের সূত্রে এমনটাই খবর।
advertisement
আর এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। বর্তমানে এ রাজ্যে দলবদল পর্বের পর বিজেপি বিধায়কদের সংখ্যা ৭০।  তাহলে কি ৭০ থেকে ৬৯ হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা? যদিও রাজ্যের যুযুধান দুই রাজনৈতিক শিবিরের কোনও পক্ষই এ  বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। সব পক্ষই বলছে, 'দেখুন না কী হয়'।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Draupadi Murmu in Kolkata: দলে থেকেও ব্রাত্য! দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতেও এই বিধায়ককে কেন ডাকল না বিজেপি?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement