Murshidabad Crime News: এয়ারগানের গুলি ফস্কে নাবালিকার বুকে... প্রাণ গেল ১০ বছরের মেয়ে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে পরিবার?

Last Updated:

Murshidabad Crime News: পুলিশ কয়েক জনকে আটক করে। তাঁদের মধ্যে মৃতার নানাও আছে বলে খবর। তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

গুলিতে প্রাণ যেতেই কান্নার রোল পরিবারের 
গুলিতে প্রাণ যেতেই কান্নার রোল পরিবারের 
মুর্শিদাবাদ: এয়ারগানের গুলিতে মৃত্যু হল এক নাবালিকার। পড়শি এলাকার দুই ব্যক্তির কাছে থাকা এয়ারগানের গুলিতেই মৃত্যু হয় বলে খবর। মৃতের নাম মুসলিমা খাতুন। বয়স মাত্র ১০ বছর। সে ওই এলাকার একটি সরকারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
বৃহস্পতিবার সকালে ডোমকলের ঘোড়ামাড়া নতুনপাড়া এলাকার ঘটনা। আর ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকত মুসলিমা। মুসলিমা তাঁর এক ভাই ও এক বোন, ও মা-বাবার সঙ্গে ডোমকলের কুপিলা এলাকায় থাকতো। হঠাৎ করে গুলিতে মৃত্যুর খবর পৌছায় মৃতার পরিবারের কাছে। বাবা ছ’দিন আগেই কেরলে পাড়ি দিয়েছেন কর্মসূত্রে। খবর পেয়েই হাসপাতালে পরে থানায় পৌঁছায় মৃতার মা-সহ পরিবারের লোকজন।
advertisement
পরিবার সূত্রে খবর, ঘোড়ামারা এলাকার দুই ব্যক্তি রাজু সেখ ও মুশারফ সেখ একটি এয়ারগান নিয়ে নাড়াচাড়া করছিলেন। সেই সময় হঠাৎ করে ওই নাবালিকার বুকে গুলি লাগে। ঘটনার পর তড়িঘড়ি ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
মৃতার মা জানান, ছোটো থেকেই নানার কাছে থাকত বড় মেয়ে মুসলিমা। টোটো চালিয়ে যা আয় হত, তা নিয়েই চলত সংসার। কিন্তু এলাকার এক ব্যক্তি এয়ার গান নিয়ে আসে পাখি মারার জন্য। কিন্তু সেই গুলি গিয়ে লাগে মুসলিমার বুকে। কিন্তু আসল উদ্দেশ্য কী ছিল, তা জানে না পরিবার।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। পুলিশ কয়েক জনকে আটক করে। তাঁদের মধ্যে মৃতার নানাও আছে বলে খবর। তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Murshidabad Crime News: এয়ারগানের গুলি ফস্কে নাবালিকার বুকে... প্রাণ গেল ১০ বছরের মেয়ে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে পরিবার?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement