Flood Situation: নৌকায় টহলদারি পুলিশের, বন্যার জলের তলায় থানা, ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Flood Situation: ভবনের নীচের ঘরগুলিতে প্রায় এক বুক পর্যন্ত জল জমে রয়েছে। এমন পরিস্থিতিতে থানা ভবনের দোতলায় সমস্ত সামগ্রী নিয়ে গিয়ে জমা করে রাখা হয়েছে। সেখানেই কিছু পুলিশ কর্মী থাকছেন।
মালদহ: টহলদারিতে ভরসা নৌকাই। এখন জলপথই প্রধান ভরসা পুলিশ কর্মীদের। অকেজো হয়ে রয়েছে পুলিশ ভ্যান থেকে শুরু করে পুলিশের গাড়ি। ইচ্ছে থাকলেও উপায় নেই। নৌকা করেই গোটা এলাকায় টহলদারি দিতে হচ্ছে পুলিশকে। এমনকি কোথাও কোনও ঘটনা ঘটলে গাড়ি নয়, পুলিশকে যেতে হচ্ছে নৌকাতেই। এমনই চিত্র ধরা পড়েছে মালদহের মানিকচক ব্লকের ভুতনি থানার। কারণ গঙ্গার জলে প্লাবিত গোটা ভূতনি।
বন্যা কবলিত লক্ষাধিক মানুষ। বন্যার কবল থেকে বাদ যায়নি পুলিশ থানা। জল থৈথৈ গোটা থানা চত্বর। নীচ তলায় ঢুকেছে জল। এমন পরিস্থিতিতে অস্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ থানা। থানা থেকে দূরে উঁচু একটি জায়গায় একটি ঘর ভাড়া নিয়ে সেখানেই শিবিরের মতো করে চলছে থানা। খোলা রাখা হয়েছে পুলিশের অভিযোগ গ্রহণের টেবিল থেকে অনান্য পরিষেবা। এই ভাবেই আপাতত চলছে মালদহের ভুতনি থানা। এখন বন্যার জল না কমলে কোনও উপায় নেই পুলিশের। দুইতলা ভবন ভুতনি থানার। বন্যার জল এতটাই ঢুকেছে গোটা থানা চত্বর জলমগ্ন।
advertisement
advertisement
ভবনের নীচের ঘরগুলিতে প্রায় এক বুক পর্যন্ত জল জমে রয়েছে। এমন পরিস্থিতিতে থানা ভবনের দোতলায় সমস্ত সামগ্রী নিয়ে গিয়ে জমা করে রাখা হয়েছে। সেখানেই কিছু পুলিশ কর্মী থাকছেন। নিয়মিত এই ভাবেই পরিষেবা চালিয়ে যাচ্ছেন থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক থেকে কর্মীরা।
advertisement
পুলিশকর্মী মণিরুল বলেন, ”বন্যার জল থানায় ঢুকেছে। এইভাবে আমাদের কর্তব্য পালন করতে হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়, কিছু করার নেই, মেনে নিতেই হবে। সমস্ত রকম পরিষেবা চালু রয়েছে।” এমন পরিস্থিতির মধ্যেই তাঁদের নজরদারি চালাতে হচ্ছে গোটা এলাকা জুড়ে। এমনিতেই বন্যায় বিধ্বস্ত গোটা ভুতনি। এই সময় সাধারণ মানুষের নানান সমস্যা দেখা দিতে পারে। তাই পুলিশ কর্মীদের সতর্কতাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু বন্যার জলে জলবন্দি হয়ে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকর্মীদের। তারপরেও কর্তব্যে অবিচল পুলিশকর্মীরা। নিয়মিত সঠিক পরিষেবা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2024 7:03 PM IST