North 24 Parganas News: রাস্তায় বালতি রেখে এ কী করছেন গৃহিণীরা! চাঞ্চল্য ছড়াল এলাকায়
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ঠিক করে পানীয় জল না আসায় রাস্তার উপর বালতি রেখে অশোকনগরে পথ অবরোধ করলেন মহিলারা
উত্তর ২৪ পরগনা: রাস্তায় বালতি, ডেচকি রেখে অভিনব প্রতিবাদ মহিলাদের। গত কয়েকদিন ধরেই এলাকায় ঠিক করে জল আসছে না। এর ফলে শৌচকর্ম থেকে শুরু করে বাসন মাজা কোনও কাজেই ঠিক করে করা যাচ্ছে না বলে অভিযোগ অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আসরাফাবাদ এলাকার বাসিন্দাদের। তারই প্রতিবাদে শুক্রবার সকালে বালতি, হাঁড়ি নিয়ে রাস্তার উপর বসে পড়লেন মহিলারা।
দীর্ঘদিন ধরে এই এলাকায় জলের সমস্যা হচ্ছে বলে স্থানীয়দের দাবি। সম্প্রতি সেই সমস্যা লাগাম ছাড়া জায়গায় পৌঁছে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে শুক্রবার অশোকনগর স্টেশন সংলগ্ন এই এলাকার বাসিন্দারা পথ আটকান। স্থানীয়রা জানান, এলাকায় কোনও কিছুই ঠিক নেই। না আছে রাস্তা, এলাকাজুড়ে চলছে বিদ্যুতের সমস্যা, এখন বেশ কিছুদিন ধরেই জলের সমস্যায় নাজেহাল হতে হচ্ছে। সংসার চালাতে বাধ্য হয়ে সমস্ত কাজ ফেলে বিক্ষোভ দেখেন মহিলারা। রাস্তার উপর বালতি, গামলা রেখে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
advertisement
advertisement
এলাকাবাসীদের অভিযোগ, পার্শ্ববর্তী হাবড়া পুরসভায় সবকিছু ঠিকঠাক থাকলেও অশোকনগর পুরসভার এই ওয়ার্ডের পরিষেবার বেহাল অবস্থা। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি প্রশাসনিক অধিকারিরকেরা। এখন পরবর্তী কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে এলাকার সকলে।
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2023 4:05 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাস্তায় বালতি রেখে এ কী করছেন গৃহিণীরা! চাঞ্চল্য ছড়াল এলাকায়








