Siliguri News: বেনারসের গঙ্গার ঘাট উঠে আসছে শিলিগুড়িতে! পুজোর থিমে চমক
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বেনারসের গঙ্গার ঘাটের আদলে সাজানো হচ্ছে শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘ ক্লাবের দুর্গাপুজো
শিলিগুড়ি: দুর্গাপুজোর থিমে বড় চমক দিতে চলেছে শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘ ক্লাব। এই পুজো এবারে ৬৬ তম বর্ষে পা দিতে চলেছে। বেনারসের গঙ্গা ঘাট উঠে আসবে তাঁদের মণ্ডপে।
শিলিগুড়ির এই দুর্গাপুজো আয়োজকরা প্রতিবছরই কিছু না কিছু চমক দিয়ে থাকেন। এবারও তার অন্যথা হচ্ছে না। বেনারস মানেই তীর্থস্থান। অনেকের ইচ্ছে থাকলেও যেতে পারে না। তাই শহরবাসীর কথা মাথায় রেখেই এবছর বেনারসের গঙ্গা ঘাট তৈরি করছে স্বস্তিকা যুবক সংঘ। এ বছর তাঁদের থিমের নাম ‘কল্পনায় বেনারস’। কলকাতার শিল্পী মনোজিৎ সরকার মণ্ডপ সজ্জার দায়িত্বে আছেন।
advertisement
আরও পড়ুন: প্রেরণার পথেই সুরক্ষিত মহিলারা
advertisement
শুক্রবার ক্লাব মাঠে খুঁটি পুজোর মাধ্য দিয়ে শুরু হয়ে গেল দুর্গাপুজোর কাউন্টডাউন। খুঁটি পুজোর উদ্বোধন করতে এসেছিলেন মেয়র গৌতম দেব। সঙ্গে ছিলেন ক্লাবের কর্মকর্তা সহ অন্যান্যরা। ঢাক ঢোল পিটিয়ে আড়ম্বরের সঙ্গে দুর্গাপুজোর সূচনা হয়ে গেল স্বস্তিকা ক্লাবের। সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিস দিয়েই তৈরি হবে এই মণ্ডপ। থার্মোকল বা প্লাস্টিকের কোনও জিনিস ব্যবহার করা হবে না।
advertisement
স্বস্তিকা যুবক সংঘের দুর্গাপুজো কমিটির সম্পাদক বাপ্পা পাল বলেন, প্রতিবছরই আমাদের দুর্গাপুজোয় কিছু অভিনবত্ব রাখার চেষ্টা করি। এবছর আমাদের থিম ‘কল্পনায় বেনারস’। বেনারসের মতো পবিত্র জায়গা আমাদের মণ্ডপেই দেখতে পারবেন দর্শনার্থীরা। আমরা আশা করছি শহরবাসীর মন জয় করতে পারব। খুঁটিপুজোয় এসে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, স্বস্তিকা ক্লাব শিলিগুড়ি শহরের অন্যতম পুরনো একটি ক্লাব। এ বছর ৬৬ তম বর্ষে পদার্পণ করেছে এই ক্লাব। সারা বছর ধরে নানান কর্মসূচির সঙ্গে জড়িত থাকে এরা।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2023 3:22 PM IST









