উত্তর ২৪ পরগনা: তাপপ্রবাহের জেরে প্রাণ ওষ্ঠাগত মানুষের। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ফলেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর কারণ মানুষ নিজে। অবিবেচকের মত লাগাতার গাছ কাটা এবং জলাশয় বুঝিয়ে ফেলার ফলেই আবহাওয়ার বিপুল পরিবর্তন ঘটেছে বলে বিশেষজ্ঞদের দাবি। এই পরিস্থিতিতে পুকুর ভরাট ও গাছ কাটা ঠেকাতে জেলাশাসকের দ্বারস্থ হলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
জেলার বিস্তীর্ণ এলাকার বহু গাছ নানান কারণে কেটে ফেলা হচ্ছে। কোথাও প্রোমোটিং, কোথাও রাস্তা চওড়া করা আবার কোথাও কাঠ পাচারের জন্য বৃক্ষ নিধন চলছে। প্রকৃতির উপর এই আঘাত ঠেকাতে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা বারাসতে জড়ো হয়ে বিষয়টি নিয়ে সরব হলেন। বৃহস্পতিবার বারাসতে জেলাশাসকের দফতরের সামনে এই নিয়ে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ সভা আয়োজন করা হয়। পরে তাঁরা এই বিষয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
আরও পড়ুন: বর্ষায় হাওড়ার ‘জলছবি’ বদলাতে আগেভাগে প্রস্তুতি শুরু
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ব্যারাকপুরের তালপুকুরে দুই বিঘা পুকুর ছাড়াও বহু জাগায় পুকুর ভরাটের অভিযোগ জানানো হয়। পাশাপাশি যশোর রোড, টাকি রোড, ব্যারাকপুর রোড সহ বিভিন্ন এলাকার প্রাচীন গাছ নিধন নিয়েও সোচ্চার হন তাঁরা। পুকুর ভরাট ও দেদার গাছ কাটার ফলে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। এর প্রভাবে ক্ষতি হচ্ছে মানুষের। যার ফল ভোগ করতে হবে আগামী প্রজন্মেকে বলে দাবি করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
সূত্রের খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক। বিষয়টি পরিবেশ রক্ষার হওয়ায় তা প্রশাসনের কাছেও গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রুদ্রনারায়ণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।