North 24 Parganas News: ঘরের দরজা ভাঙতেই হাড়হিম দৃশ্য, পাড়ার প্রিয় লটারি বিক্রেতার বীভৎস পরিণতি!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
লটারি ব্যবসায়ীর দেহ উদ্ধারে বাড়ছে রহস্য, শারীরিক অসুস্থতা না কি রয়েছে অন্য কারণ? উঠছে প্রশ্ন।
#উত্তর ২৪ পরগনা: ভাড়াবাড়ি থেকে এক লটারি ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাবড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, আশুতোষ কলোনি এলাকার বাসিন্দা ছিলেন ওই লটারি ব্যবসায়ী। এদিন বাড়ি থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। যদিও এখনও মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম শংকর সরকার, বয়স ৫৩। হাবড়া স্টেশন চত্বরে লটারির দোকান ছিল তাঁর।
প্রতিবেশীরা জানান, শংকরবাবু প্রতিদিনের মতো, রাতে দোকান বন্ধ করে সাড়ে ন'টা নাগাদ বাড়ি ফেরেন। এরপর দুপুর পর্যন্ত কোনও সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিকের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও কোনও উত্তর না মেলায়, দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখেন অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন ওই লটারি ব্যবসায়ী।
advertisement
advertisement
আরও পড়ুন: শীতের ঘন কুয়াশায় বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ!
এরপরই খবর দেওয়া হয় হাবড়া থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। প্রতিবেশীরা জানান, দীর্ঘ ১৩ বছর ধরে হাবড়া এলাকাতেই রয়েছেন শংকর সরকার। তিনি পেশায় একজন লটারি বিক্রেতা। গত এক বছর আগে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। সেই সময় থেকেই তিনি একাই থাকতেন ওই বাড়ি ভাড়া নিয়ে। তবে কী কারণে মৃত্যু হল লটারি ব্যবসায়ীর? শারীরিক অসুস্থতা না কি এর পিছনে রয়েছে অন্য কোনও ঘটনা? তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: পৌষমেলা দেখতে এসে ভিড় 'অপা'য়! পার্থ-অর্পিতার বাড়ির সামনে সেলফি তোলার হিড়িক
তবে আপাতত ময়নাতদন্তের রিপোর্ট আসার অপেক্ষায়। তারপরই জানা যাবে মৃত্যুর আসল কারণ। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। লটারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কারণে টাকাপয়সা নিয়ে কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল কি না সেই বিষয়টিও নজরে রাখছে পুলিশ।
advertisement
রুদ্র নারায়ণ রায়
Location :
First Published :
December 27, 2022 1:54 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ঘরের দরজা ভাঙতেই হাড়হিম দৃশ্য, পাড়ার প্রিয় লটারি বিক্রেতার বীভৎস পরিণতি!