Birbhum Poush Mela: পৌষমেলা দেখতে এসে ভিড় 'অপা'য়! পার্থ-অর্পিতার বাড়ির সামনে সেলফি তোলার হিড়িক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
'অপা'. এই একটি নামই এখন গোটা রাজ্যের মানুষ চেনেন। এই নামে পার্থ-অর্পিতার বাড়ি রয়েছে বোলপুরে।
#বীরভূম: 'অপা', এই একটি নামই এখন গোটা রাজ্যের মানুষ চেনেন। আসলে এই 'অপা' হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতার নামে থাকা বোলপুরে একটি বাড়ি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যখন ইডি তাঁদের দু'জনকে গ্রেফতার করে। সেই সময় থেকেই এই বাড়িটির পরিচিতি এতটাই বৃদ্ধি পায় যে তা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।
ইডি আধিকারিকরা তদন্ত চালানোর সময় এই বাড়ির খোঁজ পান এবং সেই সময় থেকেই দূর-দূরান্ত থেকে আসা মানুষ, বোলপুর শান্তিনিকেতন এলেই একবার এই বাড়ি দর্শন করার জন্য ছুটে যান। বোলপুরে গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিকল্প পৌষমেলা। পূর্বপল্লীর মাঠের পৌষমেলার মতো বিকল্প এই পৌষমেলা না হলেও এখানে ভিড় কিন্তু কম নেই। দূর-দূরান্ত থেকে মানুষদের এই মেলায় আসতে দেখা যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: বড়দিনে পার্কস্ট্রিটে বই বিক্রি করলেন বিমান বসু, অটোগ্রাফ নিতেও ভিড় বাড়ল স্টলে
আর যাঁরা আসছেন তাঁদের অনেকেই মেলা দেখার ফাঁকে 'অপা' দর্শন করতেও ছুটছেন। তাঁদের দাবি, এই বাড়ি এবং বাড়ির পার্শ্ববর্তী জায়গা পর্যটন কেন্দ্র বলাই যেতে পারে। উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়া থেকে আসা এক পর্যটক জানিয়েছেন, তাঁরা প্রথমে তারাপীঠ গিয়েছিলেন এবং সেখান থেকে বোলপুর ঘুরতে আসেন। এরই মধ্যে তাঁদের ইচ্ছে হয় 'অপা' বাড়ি দর্শন করার।
advertisement
advertisement
আরও পড়ুন: এখনও জনপ্রিয়তায় শীর্ষে বাবু, আলিপুর চিড়িয়াখানার বাদশাকে দেখতে উপচে পড়া ভিড়!
সেই মতো তাঁরা সেখানে পৌঁছে যান এবং সেই বাড়ির সামনে সেলফি তোলেন। বোলপুর শান্তিনিকেতনে এত ঘোরার জায়গা থাকতেও কেন এই অপা বাড়ির সামনে এসে তাঁরা সেলফিতে মজেছেন? তাঁরা জানান, অপা এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে সেটি না দেখলেই নয়। সত্যিই এই জায়গাটি ঘুরে দেখার জায়গা হয়েছে তাঁদের মতে। তার জন্যই তাঁরা এখানে এসেছেন এবং সেলফি তুলছেন।
advertisement
মাধব দাস
Location :
First Published :
December 27, 2022 1:27 PM IST