North 24 Parganas News: নতুন প্রজন্মের দাবি মেনে এবার অশোকনগরেও বসছে 'আই লাভ সেলফি' জোন
- Published by:Ananya Chakraborty
- local18
Last Updated:
নতুন প্রজন্মের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। এবার সেই দাবি পূরণে অশোকনগর কল্যাণগড় পুরসভার গোলবাজারে বসতে চলেছে 'আই লাভ অশোকনগর'। বিধায়ক নারায়ণ গোস্বামীর আর্থিক তহবিল থেকেই এই সৌন্দর্যায়ন ঘটানো হচ্ছে বলে বাজার সমিতির তরফ থেকে জানানো হয়।
#উত্তর ২৪ পরগনা : নতুন প্রজন্মের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। এবার সেই দাবি পূরণে অশোকনগর কল্যাণগড় পুরসভার গোলবাজারে বসতে চলেছে 'আই লাভ অশোকনগর'। বিধায়ক নারায়ণ গোস্বামীর আর্থিক তহবিল থেকেই এই সৌন্দর্যায়ন ঘটানো হচ্ছে বলে বাজার সমিতির তরফ থেকে জানানো হয়। ইতিমধ্যেই শেষ হয়েছে কাজ। উদ্বোধনের অপেক্ষায়, জেলার এই নতুন সেলফি জোন। বাজার সমিতির তরফ থেকে জানা গিয়েছে, প্রায় আড়াই লক্ষ টাকার মতো খরচ হচ্ছে এই সেলফি জোন তৈরি করতে।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সৌন্দর্যায়নের পাশাপাশি বসানো হচ্ছে আই লাভ সেলফি জোন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ সহ পর্যটন কেন্দ্রগুলিতে দেখা যাচ্ছে এই সেলফি জোন। রাতের অন্ধকারে সাদা আলোর মাঝে লালের লাভ সাইন উজ্জ্বল ভাবে পরিলক্ষিত হবে গোলবাজারের কেন্দ্রস্থলে। কাজ শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন কয়েকশো মানুষের ভিড় জমছে সৌন্দর্যায়নের আই লাভ অশোকনগরের সঙ্গে নিজস্বী ক্যামেরাবন্দি করতে।
advertisement
আরও পড়ুনঃ নাবালিকার বিয়ের আসরে বিডিওকে দেখে চম্পট দিল বর!
নতুন প্রজন্মের ছেলেমেয়েদের এই সেলফি জোন ঘিরে উন্মাদনা চোখে পড়ছে। সন্ধ্যে হলেই ভিড় জমাচ্ছেন তারা। ফলে জমজমাট গোলবাজার আরো জমজমাট হয়ে উঠছে, এই সেলফি জোনের জন্য। এতে গোলবাজারের ব্যবসায়ীরাও যথেষ্টই খুশি। নতুন এই সেলফি জোন ঘিরে বাজারে জমছে ভিড়। আর তাকে কেন্দ্র করেই বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলি সহ অন্যান্য দোকানেও বাড়ছে ব্যবসা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রং তুলি ধরেই স্বাবলম্বী হয়ে উঠেছেন রেল পাড়ের মহিলারা!
যদিও এখনো পুরোপুরি ভাবে উদ্বোধন হয়নি এই সেলফি জোনের। তবে ইতিমধ্যেই অশোকনগর বাসীদের মন কেড়ে নিয়েছে এই সেলফি জোন। বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট শিশুরাও দাঁড়িয়ে তুলছে ছবি। বাজার সমিতির তরফ থেকে জানানো হয়েছে পুরোপুরি কাজ শেষ হলেই বিধায়ক নারায়ণ গোস্বামী উদ্বোধন করবেন এই সেলফি জোনের।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
November 04, 2022 1:12 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নতুন প্রজন্মের দাবি মেনে এবার অশোকনগরেও বসছে 'আই লাভ সেলফি' জোন