North 24 Parganas News: নাবালিকার বিয়ের আসরে বিডিওকে দেখে চম্পট দিল বর!
- Published by:Ananya Chakraborty
- local18
Last Updated:
সেজে উঠছিল বিয়ের আসর, ধুমধামে চলছিল আয়োজন। নাবালিকার বিয়ের আসরে স্বয়ং বিডিও। ভয়ে পালালো বর। এভাবেই নাবালিকার বিয়ে আটকালো জেলা প্রশাসন। জানা যায়, সীমান্ত এলাকার এক নাবালিকার বিয়ের রুখতে স্বয়ং বিডিও কে ফোন করেন গ্রামবাসীরা।
#উত্তর ২৪ পরগনা : সেজে উঠছিল বিয়ের আসর, ধুমধামে চলছিল আয়োজন। নাবালিকার বিয়ের আসরে স্বয়ং বিডিও। ভয়ে পালালো বর। এভাবেই নাবালিকার বিয়ে আটকালো জেলা প্রশাসন। জানা যায়, সীমান্ত এলাকার এক নাবালিকার বিয়ের রুখতে স্বয়ং বিডিও কে ফোন করেন গ্রামবাসীরা। সেই খবর পেয়ে এরপরই, বিয়ের আসরে পুলিশ নিয়ে হাজির হন স্বয়ং বিডিও। বসিরহাটের গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের মুকুন্দকাটি গ্রামের বছর ১৭ একাদশ শ্রেণ ছাত্রীর এদিন বিয়ের কথা ছিল বাদুড়িয়া থানার বাগজোলা গ্রামে যুবকের সঙ্গে।
সেইমতো বিয়ের সমস্ত আয়োজনও প্রায় সম্পূর্ণ হয়েছিল। নাবালিকা কনের মেহেন্দি গায়ে হলুদ আশীর্বাদ শেষে, আত্মীয়-স্বজন বরযাত্রীরাও বিয়ে বাড়িতে হাজির। চার হাত এক হওয়া শুধু সময়ের অপেক্ষা। চেয়ার টেবিলে পেতে, পাত পেরে বসে খাওয়া হয়েছিল। আর ঠিক সেই সময় বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য, এরিয়ার ফিল্ড সুপারভাইজার শঙ্কর ঘোষ, বসিহাট থানার পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্রশাসনের লোকজনরা প্রবেশ করেন বিয়ের আসরে।
advertisement
আরও পড়ুনঃ অনাথ পথ শিশুদের কপালে বোনের ফোঁটা, গণ ভাইফোঁটা জেলায়
আর তা দেখেই, লাফ দিয়ে বর পালিয়ে যান বিয়ের আসর থেকে। বিডিও সহ প্রশাসনের লোকজন বিয়েতি উপস্থিত হওয়া সকলের উদ্দেশ্যে জানান, নাবালিকার বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরই সকলের উপস্থিতিতে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। নাবালিকার বাড়ির তরফ থেকেও লিখিত নেওয়া হয় যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। প্রশাসনের তরফ থেকেও নাবালিকাকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
November 02, 2022 2:06 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নাবালিকার বিয়ের আসরে বিডিওকে দেখে চম্পট দিল বর!