North 24 Parganas News: ভিড় রাস্তায় হাতাহাতিতে জড়ালেন সিভিক ভলেন্টিয়ার ও টোটো চালকরা

Last Updated:

ভিড় রাস্তায় যাননিয়ন্ত্রণের সমস্যা তৈরি হতেই বাকবিতণ্ডায় জড়ালেন সিভিক ভলেন্টিয়ার ও টোটো চালকরা। সিভিক ভলেন্টিয়ার্স কে মারধোরের অভিযোগ উঠল টোটো চালকদের বিরুদ্ধে।

+
করা

করা হচ্ছে যান নিয়ন্ত্রণ

#উত্তর ২৪ পরগনা : ভিড় রাস্তায় যাননিয়ন্ত্রণের সমস্যা তৈরি হতেই বাকবিতণ্ডায় জড়ালেন সিভিক ভলেন্টিয়ার ও টোটো চালকরা। সিভিক ভলেন্টিয়ার্স কে মারধোরের অভিযোগ উঠল টোটো চালকদের বিরুদ্ধে।শারদ উৎসবের কারণে জেলার বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহনের। বহু ক্ষেত্রে রাস্তার পাশেই প্যান্ডেল হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদেরও। আর তার জেরেই এবার প্রকাশ্যে সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ উঠলো টোটোচালকের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোদপুর ট্রাফিক গার্ডের এক সিভিক পুলিশ ও ট্রাফিক পুলিশ সোদপুর ব্রিজের সামনে মধ্যমগ্রাম সোদপুর রোডে ডিউটি করছিলেন। সেই সময় রাস্তায় যানবাহনে চাপ থাকায়, গাড়ি নিয়ন্ত্রণ করতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিলো। পুলিস সূত্রে খবর, বারণ করা সত্ত্বেও টোটোচালকরা ওই ব্রিজের মুখ থেকেই ইউটার্ন নিচ্ছিলেন। সেই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার বাধা দেয়। এরপরই, টোটোচালকের সাথে পুলিশের বাদানুবাদ শুরু হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ যশোর রোডের উপর গাছের মরা ডাল এখন পথচারীদের আতঙ্কের কারণ!
মুহূর্তেই প্রায় ৫০ থেকে ৬০ জন টোটো চালক ওই জায়গায় জড়ো হয়ে যান। কিছু সময়ের মধ্যেই সৃষ্টি হয় চরম উত্তেজনার। সিভিক ভলেন্টিয়ারকে মারধরও করা হয় বলে অভিযোগ। যার কারণে হাতে আঘাত লাগে সিভিক ভলেন্টিয়ারের। কর্তব্যরত ট্রাফিক পুলিশ এগিয়ে আসলে তাকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ আসে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে পরিকল্পনার বদল! চাঁদার টাকা দিয়েই স্বাস্থ্য পরীক্ষা শিবির
ঘটনায় জড়িত থাকায় পুলিশ দুজন টোটোচালক কে গ্রেফতার করেছে। পাল্টা টোটো চালকদের অভিযোগ, পুলিশ টোটো চালকদের সঙ্গে বাজে ব্যবহার করে। টোটোচালকদের মারধরও করা হয়। যদিও গোটা ঘটনাকে নিন্দনীয় বলে জানিয়েছেন বিধায়ক নির্মল ঘোষ। আক্রান্ত সিভিক ভলেন্টিরের নাম সঞ্জীব ওরাও তাকে খড়দহ বলরাম স্টেট্ জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যান নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এই ঘটনায় সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভিড় রাস্তায় হাতাহাতিতে জড়ালেন সিভিক ভলেন্টিয়ার ও টোটো চালকরা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement