North 24 Parganas News: শেষ মুহূর্তে পরিকল্পনার বদল! চাঁদার টাকা দিয়েই স্বাস্থ্য পরীক্ষা শিবির
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
এলাকায় আতঙ্ক বাড়িয়েছে ডেঙ্গু ম্যালেরিয়ার মত জ্বর সর্দি কাশি সহ নানা রোগের। এহেন পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিল অশোকনগর আশরাফাবাদ সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
#উত্তর ২৪ পরগনা : এলাকায় আতঙ্ক বাড়িয়েছে ডেঙ্গু ম্যালেরিয়ার মত জ্বর সর্দি কাশি সহ নানা রোগের। এহেন পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিল অশোকনগর আশরাফাবাদ সর্বজনীন দুর্গোৎসব কমিটি। স্থানীয় মানুষদের সেবায় স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হল দুর্গোৎসবের জন্য নেওয়া চাঁদা থেকেই। ক্লাব সদস্যদের কথায়, এলাকা বাসীদের স্বাস্থ্যের বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে, পুজোর বাজেটে ঘাটতি পরলেও নিজেরাই তা পূরণ করবেন বলে জানান। তাই এবারের পূজোর থিম শেষ মুহূর্তে করা হয় বদল। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই সাদামাটা করা হচ্ছে পুজো।
তবে অন্যান্য বছরের মতো শিল্পীদের দিয়ে প্যান্ডেল তৈরির কাজ না করে, নিজেরাই এবার সিদ্ধান্ত নিলেন মন্ডপ তৈরীর। এলাকার অধিকাংশ বাসিন্দারা এই পুজোকে ঘিরেই আনন্দে মেতে ওঠেন। সেই জায়গায় দাঁড়িয়ে ডেঙ্গুর মতন আতঙ্ক ছড়াতেই, বদল ঘটে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির পরিকল্পনায়। পুজোর জন্যই এলাকা বাসীরদের কাছ থেকে তোলা হয়েছিল চাঁদা। সেই চাঁদার টাকা থেকেই এবার এলাকাবাসীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শিবিরের আয়োজন করা হল পুজো মণ্ডপ প্রাঙ্গনে।
advertisement
তাই এবার তারা নিজেরাই উদ্যোগী হয়ে, স্বাধীনতার ৭৫ বছররে দেশমাতাকে উৎসর্গ করে, দেবীকে বরণ করে আনবেন মন্ডপে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুজো কমিটির তরফ থেকে। দেবীর কাছে প্রার্থনা করা হবে এলাকার সকলের শারীরিক সুস্থতার। দেবিপক্ষের সূচনা কালে তাই আয়োজন করা হয়েছিল এলাকাবাসীদের সুস্থতার জন্য বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ খরা কাটিয়ে 'বাংলার তাঁতের হাট'-এ লাভের আশা দেখছেন তাঁত শিল্পীরা
পূজা কমিটির টাকায় এ ধরনের চিন্তাভাবনা আগে কখনো দেখেননি বলেও জানান ড: দেবাঙ্কুর রায়, মিতন বিশ্বাস, শুভজিৎ সাহা-রা। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করে এদিন এলাকাবাসীদের হাতে সমর্থ্য অনুযায়ী ওষুধ, ও সুস্থতার পরামর্শ দেওয়া হয় ডাক্তারদের তরফ থেকে। একদিকে যখন চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, তখন অপর প্রান্তে মা দুর্গা কে নিয়ে আসতে ব্যস্ত এলাকার অনিমেষ, দেবরাজ, দেবাশীষ এর মত ছেলেরা। দিনরাত এক করে চলছে কাজ।
advertisement
আরও পড়ুনঃ কান্নায় ভেঙে পড়লেন মৃৎ-শিল্পীরা! একের পর এক মূর্তির ভয়াবহ অবস্থা করল দুষ্কৃতীরা!
এদিন প্রায় ৭০ জনের উপর স্থানীয় বাসিন্দাদের রক্ত পরীক্ষা করা হয় এই স্বাস্থ্য শিবিরে। পুজো কমিটির সম্পাদক সুজয় কর্মকার বলেন, পুজো মানেই শুধু উৎসব নয়, দেশের ও দশের পাশে থাকাও। তাই এই বছর আমাদের এলাকার মানুষদের শারীরিক সুস্থতার চিন্তাভাবনার পাশাপাশি দেশাত্মবোধকে ফুঁটিয়ে তুলতেই পূজোর চাঁদা থেকেই কাটছাঁট করে, এলাকাবাসীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আর, বাকি টাকা ব্যবহার করে আমরা সকলে মিলে নিজেরাই তৈরি করছি প্যান্ডেল। আর এর মধ্যে দিয়েই এলাকা বাসীদের পাশাপাশি সম্মান জানানো হবে দেশ মাতাকে।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
September 27, 2022 5:54 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: শেষ মুহূর্তে পরিকল্পনার বদল! চাঁদার টাকা দিয়েই স্বাস্থ্য পরীক্ষা শিবির