North 24 Parganas News: খরা কাটিয়ে 'বাংলার তাঁতের হাট'-এ লাভের আশা দেখছেন তাঁত শিল্পীরা

Last Updated:

গত দু-তিন বছর ধরে চরম দুর্দশায় কেটেছে বাংলার তাঁত শিল্পীদের। রুটি রোজগারের ওপর যেন অমাবস্যা নেমে এসেছিল তাদের। বিক্রি বাটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল।

সল্টলেক তাঁতের হাট 
সল্টলেক তাঁতের হাট 
#উত্তর ২৪ পরগনা : গত দু-তিন বছর ধরে চরম দুর্দশায় কেটেছে বাংলার তাঁত শিল্পীদের। রুটি রোজগারের ওপর যেন অমাবস্যা নেমে এসেছিল তাদের। বিক্রি বাটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। এহেন সময়ে শিল্পীদের বুকে সামান্য হলেও আশার আলো দেখিয়েছে সল্টলেক সেন্ট্রাল পার্কের তাঁত শিল্প মেলা, যার পোষাকি নাম বাংলা তাঁতের হাট। তাঁত শিল্পীদের বক্তব্য, এবছর করোনার খাড়া কাটিয়ে সল্টলেক সেন্ট্রাল পার্ক বই মেলার মাঠে বসেছে রাজ্য স্তরের 'বাংলা তাঁতের হাট ২০২২'। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে তাই কেনাকাটা চলছে জোর কদমে।
মেলা পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিক জানান, মেলায় মানুষের ভিড় জমেছে। সেইসঙ্গে বিক্রিও বেড়েছে পাল্লা দিয়ে। জানা যায়, চলতি সপ্তাহে মেলায় বিক্রি হয়েছে ১৭-১৮ লক্ষ টাকার বস্ত্র। বিক্রির ওই পরিসংখ্যান অনুযায়ী মেলা আয়োজক ক্ষুদ্র-মাঝারি ও বস্ত্র শিল্প দপ্তর কর্তাদের প্রাথমিক অনুমান, এবারের তাঁতের মেলায় বিক্রির পরিমাণ আট কোটি টাকার রেকর্ড ছুঁতে পারে। এই মেলা ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলেও, উদ্যোক্তারা ওই বিপুল অর্থের বিক্রির অনুমানের সঙ্গে একমত হয়েছেন বলে জানান।
advertisement
পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের ব্যবস্থাপনায় শুরু হয়েছে বাংলা তাঁতের হাট। যাবতীয় কোভিড বিধি মেনে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত চলবে মেলা। তন্তুবায় সমবায় সমিতি, খাদি, হস্ত তাঁত মহল্লা, তন্তুজ-সহ একাধিক সংস্থা মিলিয়ে ২৭৪ টি স্টল রয়েছে বাংলা তাঁতের হাটে। বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে বালুচরী, ধনেখালি, জামদানি, টাঙ্গাইল, মসলিন, শান্তিপুরী, বেগমপুরি শাড়ি-সহ রাজ্যের হস্ত তাঁত শিল্পের নানান বস্ত্র-পোশাক।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৭২টি চুরি যাওয়া মোবাইল পাচার হচ্ছিল বাংলাদেশে! রুখে দিল পুলিশ
সেখানে ৩০০ টাকা থেকে তিন লক্ষ টাকার পর্যন্ত পোশাক মিলছে। বিক্রেতা তপন বিশ্বাস জানান, প্রায় ৩০ বছর ধরে হাতে বোনা তাঁতের শাড়ির ব্যবসার সঙ্গে জড়িতে রয়েছেন তিনি। প্রতিবছরের এই মেলায় অংশ নেন তপনবাবু। এবারের মেলায় বিক্রি নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন তিনি। একই সুর শোনা গেল শান্তিনিকেতনের সুবর্ণ কাঁথা স্টিকের সানন্দা পালের গলাতেও।
advertisement
আরও পড়ুনঃ অশোকনগর গোলবাজারের জনবহুল এলাকা থেকে ছিনতাই সর্বস্ব মহিলার
উদ্যোক্তারা জানান, নিরাপত্তার জন্য মেলার মঠে ২৪ ঘন্টা সিসি ক্যামেরা রাখা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে পাঁচটি এটিএম মেশিন। সন্ধ্যা হলেই মশা মারার ধোঁয়া দেওয়ার কাজও চলছে মেলার মাঠে। ফলে সল্টলেক সেন্ট্রাল পার্কের মাঠে পুজোর কেনাকাটা করতে আপনিও অনায়াসে ঢুঁ মারতে পারেন একবার।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: খরা কাটিয়ে 'বাংলার তাঁতের হাট'-এ লাভের আশা দেখছেন তাঁত শিল্পীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement