North 24 Parganas News: ইতিহাসে মোড়া ধান্যকুড়িয়ার ১৩৮ বছরের এই হাই স্কুলের রয়েছে হরিটেজ তকমা

Last Updated:

বসিরহাটের প্রাচীনতম ‌ ধান্যকুড়িয়া হাই স্কুল। ১৩৮ বছরের পুরানো এই স্কুল আজও স্বমহিমায় ঐতিহ্য বহন করে চলেছে।

+
হেরিটেজ

হেরিটেজ ধান্যকুড়িয়া হাই স্কুল

বসিরহাট: হেরিটেজ ঘোষিত হয়েছে ধান্যকুড়িয়া হাই স্কুল। বসিরহাটের প্রাচীন জনপদ বলে পরিচিত ধান‍্যকুড়িয়া। বনেদি এলাকা বলেও তার খ্যাতি আছে। এই ধান্যকুড়িয়া নাম জুড়ে ছড়িয়ে আছে একাধিক প্রাচীন ইতিহাসের নিদর্শন।
বসিরহাট মহকুমা এলাকার প্রাচীনতম স্কুলের মধ্যে অন্যতম ধান্যকুড়িয়া হাই স্কুল। এখানকারই পরিচিত ধান্যকুড়িয়া হাইস্কুল গত বছরেই নতুন করে রাজ্য সরকারের হেরিটেজ তকমা পেয়েছে। আর তাতে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী অভিভাবক সকলেই।
advertisement
advertisement
ধান‍্যকুড়িয়ার সঙ্গে শিক্ষিত সম্প্রদায়ের যোগাযোগ বহু প্রাচীনকাল থেকে। সাম্প্রতিক অতীতে এখানকার বহু পড়ুয়া ধান্যকুড়িয়া হাইস্কুল থেকে পাশ করে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। ১৩৮ বছরের পুরানো এই স্কুল আজও স্বমহিমায় সেই ঐতিহ্য বহন করে চলেছে। এই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দেড় হাজার, শিক্ষক-শিক্ষিকা আছেন ২১ জন। এক সময় নেতাজি সুভাষচন্দ্র বসু এই স্কুলে এসেছিলেন।
advertisement
১২ বিঘা জমির উপর এই স্কুল প্রাঙ্গণটি দাঁড়িয়ে আছে। বহু মনীষী ও স্বাধীনতা সংগ্রামীর আবক্ষ মূর্তি আছে এখানে। এখানকার ছাত্র-ছাত্রীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে চাকরি করেন। তাঁদের কেউ ইঞ্জিনিয়ার, কেউ চিকিৎসক বা গবেষক। ধান্যকুড়িয়ার হেরিটেজ এই স্কুল আজও গর্বের সঙ্গে মাথা তুলে প্রাচীন নিজস্বতাকে জানান দেয়।
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ইতিহাসে মোড়া ধান্যকুড়িয়ার ১৩৮ বছরের এই হাই স্কুলের রয়েছে হরিটেজ তকমা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement