Weekend Curfew Imposed In Delhi:হু-হু করে বাড়ছে করোনা ! দিল্লিতে শনি ও রবিবার জারি করা হল কার্ফু!

Last Updated:

Weekend Curfew Imposed In Delhi: শনি ও রবিবার কার্ফু জারি থাকবে রাজধানীতে। এছাড়াও ঠিক হয়েছে, জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী কাজ করবেন। অন্য দফতরের কর্মীরা বাড়ি থেকেই কাজ করবেন।

#নয়াদিল্লি : দিল্লিতে কোভিড সংক্রমণ লাফিয়ে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এমন পরিস্থিতিতে সপ্তাহান্তে কার্ফু জারি হতে চলেছে রাজধানীতে (Weekend Curfew Imposed In Delhi) । মঙ্গলবার দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। সেই বৈঠকেই স্থির হয়েছে, শনি ও রবিবার কার্ফু জারি থাকবে রাজধানীতে।
এছাড়াও ঠিক হয়েছে, জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী কাজ করবেন(Weekend Curfew Imposed In Delhi)। অন্য দফতরের কর্মীরা বাড়ি থেকেই কাজ করবেন। বেসরকারি দফতরদেরও ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বাকিরা ওয়ার্ক ফ্রম হোম করবেন। এদিন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া জানান, ডিডিএম এ সিদ্ধান্ত নিয়েছে শনি ও রবিবার দিল্লিতে কার্ফু জারি থাকবে । বাস ও মেট্রো পরিসেবা সচল থাকবে। ১০০ শতাংশ যাত্রী নিয়েই চলবে সরকারি বাস ও মেট্রো।
advertisement
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা আক্রান্ত। মঙ্গলবার তিনি নিজেই ট্যুইট করে জানান এ কথা। দিল্লিতে করোনা সংক্রমণের পরিস্থিতি দেখে রবিবারই কেজরিওয়াল দিল্লিবাসীকে উদ্বিগ্ন হতে বারণ করেছিলেন। আর মঙ্গলবার সকালে তিনিই করোনা পজিটিভ! রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলি করোনা হটস্পট হয়ে উঠছে । এখনও পর্যন্ত দিল্লির ছয়টি হাসপাতলে ৫৮ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
advertisement
advertisement
সোমবার দিল্লিতে কোভিড সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ছিল ৬.৪৬ শতাংশ(Weekend Curfew Imposed In Delhi)। প্রশাসন সূত্রে খবর, যদি সংক্রমণের হার লাগাতার দু’দিনের বেশি ৫ শতাংশের উপরে থাকে, তা হলে সরকার চূড়ান্ত সতর্কতা এবং কঠোর বিধিনিষেধ জারি করতে পারে। বর্তমানে রাজধানীতে হলুদ সতর্কতা বহাল রয়েছে। দেশের মধ্যে ওমিক্রন আক্রান্তের দিল্লি দুই নম্বরে।
advertisement
২০২১-এর ৩০ এবং ৩১ ডিসেম্বররে মধ্যে সেখানে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৮৪ শতাংশই ওমিক্রন সংক্রমণের ঘটনা লক্ষ্য করা গেছে। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, জিন পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে ৮১ শতাংশের ওমিক্রন ধরা পড়েছে। সোমবার দিল্লিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন। তিনি জানান, দিল্লিতে করোনা চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত। রয়েছে অক্সিজেন-সহ চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুতও।
advertisement
RAJIB CHAKRABORTY
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Weekend Curfew Imposed In Delhi:হু-হু করে বাড়ছে করোনা ! দিল্লিতে শনি ও রবিবার জারি করা হল কার্ফু!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement