Viral News: অদ্ভুত রহস্য, একই কুয়োর জলে দুই রঙের ভাত! জলের 'স্বাদ' নাকি জিভে জল আনা

Last Updated:

Viral News: একই কুয়োর জল দিয়ে কী ভাবে দুই রঙের ভাত রান্না করা হয়? চাঞ্চল্যকর রহস্য বিহারের গ্রামে।

অদ্ভুত রহসময় কুয়ো (প্রতীকী ছবি)
অদ্ভুত রহসময় কুয়ো (প্রতীকী ছবি)
মুঙ্গের: বিহারের মুঙ্গের জেলা নানা দিক থেকে ঐতিহাসিক। এর পাশাপাশি রহস্যময় জিনিসেও পূর্ণ এই এলাকা। জেলার আরও এক রহস্যের কথা শুনলে আপনি আরও অবাক হবেন। আসলে, মুঙ্গেরের লাগাম গ্রামে এমন একটি রহস্যময় কুয়ো রয়েছে যেখানে মানুষ বিশ্বাস করেন যে, কুয়োর দুটি অংশ থেকে জল তোলার পরে, সেটি ব্যবহার করলে দু'রকম রঙের ভাত তৈরি করা যায়।
একই কুয়োর জল দিয়ে কী ভাবে দুই রঙের ভাত রান্না করা হয়? এই কুয়োর জল এখনও মানুষের কাছে রহস্যই রয়ে গিয়েছে। রং আলাদা হলেও ভাতের স্বাদে কোনও পার্থক্য নেই। জেলা সদর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে আসারগঞ্জ ব্লক এলাকায় অবস্থিত লাগমা গ্রামে শত বছরের পুরনো একটি ঐতিহাসিক কুয়ো এটি। এই কুয়ো অন্যদের থেকে আলাদা এবং আকর্ষণীয় এর বিশেষ গুণের জন্য। এর গঠনও অদ্ভুত দেখতে।
advertisement
advertisement
আরও পড়ুন: শরীর থেকে আলাদা পড়ে মাথা! রাস্তার ধারে পরিচিতের দেহ ঘিরে বিরাট চাঞ্চল্য হেমতাবাদে
এতে ব্যবহৃত ইটগুলো স্বাভাবিক নয়, ২০ থেকে ২৫ কেজি আকারের। এই কুয়োর জলও কখনও শুকোয় না। একই সঙ্গে গ্রামবাসীরা জানান, এই কুয়োর দু'পাশ থেকে জল তুলে ভাত তৈরি করা হলে তা হলুদের মতো সাদা-হলুদ হয়ে যায়। স্থানীয় মহিলা রমা দেবী জানান, ভাত তৈরির জন্য যখন এই কুয়ো থেকে জল নেওয়া হয়, তখন একদিক থেকে জল তোলা হলে তা থেকে সাদা ভাত তৈরি করা হয় এবং অন্য পাশ থেকে জল তুলে রান্না করলে হলুদ ভাত হয়। পাশাপাশি তিনি জানান, এই কুয়োর জল খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক ২০২৩-এর ফল প্রকাশ কবে? বিরাট খবর দিল সংসদ, জানুন
অপরদিকে, গ্রামবাসী বাসি পাসওয়ান জানান, তাঁর বয়স ৭৫ বছরের বেশি হলেও তিনি জীবনে এই কুয়োর জল শুকোতে দেখেননি। গ্রীষ্মকালে পুরো এলাকায় জলের সংকট দেখা দিলেও কুয়োর জল শুকায় না। দূর-দূরান্ত থেকে মানুষ এখানে জল নিতে আসেন।
advertisement
সিদ্ধান্ত রাজ
বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: অদ্ভুত রহস্য, একই কুয়োর জলে দুই রঙের ভাত! জলের 'স্বাদ' নাকি জিভে জল আনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement