HS Exam 2023 Results Date: উচ্চ মাধ্যমিক ২০২৩-এর ফল প্রকাশ কবে? বিরাট খবর দিল সংসদ, জানুন
- Published by:Raima Chakraborty
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
HS Exam 2023 Results Date: সময়ের আগেই ফল প্রকাশ হয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিকের। বিরাট আপডেট জানুন
কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফলাফল কি নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হবে? অন্তত সংসদ এমনটাই চিন্তাভাবনা শুরু করেছে বলে বড় খবর। যদিও সংসদের তরফে আগে জানানো হয়েছিল জুনের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। তবে এবার সেই সময়সীমা অনেকটাই এগিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যান্য বারের তুলনায় এবারে উত্তরপত্র মূল্যায়ন অনেক কম সময়ের মধ্যেই হয়ে যাবে বলেই আশা করছে সংসদ। কারণ এবারে পার্ট-এ ও পার্ট-বি যুক্ত করে দেওয়ায় শিক্ষক-শিক্ষিকারা অনেকটাই কম সময়ে উত্তরপত্র মূল্যায়ন করতে পারছেন। ইতিমধ্যেই সংসদে মূল্যায়ন হওয়া উত্তরপত্রের নম্বরও জমা পড়তে শুরু করেছে। অনেকটাই কম সময়ে উত্তরপত্র মূল্যায়নের কাজ হয়ে যাচ্ছে বলেই শিক্ষক-শিক্ষিকাদের তরফে সংসদকে জানানো হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: দশম-দ্বাদশের পর কোন কেরিয়ার বেছে নেবেন? কী ভাবে বাছাই করবেন? রইল বিশেষজ্ঞের পরামর্শ
সে কারণেই এবারে অন্যান্য বারের তুলনায় আরও কম সময়ে ফলাফল প্রকাশ করা যেতে পারে বলেই মনে করছেন সংসদের আধিকারিকরা।যদিও ফলাফল প্রকাশের বিষয় এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যে হারে উত্তরপত্রের নম্বর জমা শুরু হয়েছে সে ক্ষেত্রে মনে করা হচ্ছে এবারে অনেকটা আগেই ১০০ শতাংশ পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়ে যাবে। যার জেরে অনেক আগেই ফল প্রকাশ করে দেওয়া হলে ছাত্রছাত্রীদেরও উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।
advertisement
আরও পড়ুন: কলকাতায় আসছে ইনফোসিস, বিরাট চাকরির সুযোগের বার্তা সংস্থার
প্রসঙ্গত, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশেষত অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা, স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো-সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছিল। পাশাপাশি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলও সংসদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
advertisement
কী ভাবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর আপলোড করতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। তবে এবারে একাদশের নির্বাচন পরীক্ষার নম্বর আপলোড করার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে সংসদের তরফে। একটি নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে সংসদের তরফে। এই ফরম্যাটের মাধ্যমে স্কুলগুলিকে প্রত্যেক ছাত্র-ছাত্রীর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তরপত্র নম্বর আপলোড করতে হবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 2:10 PM IST