Expert Advise on Career: দশম-দ্বাদশের পর কোন কেরিয়ার বেছে নেবেন? কী ভাবে বাছাই করবেন? রইল বিশেষজ্ঞের পরামর্শ
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Expert Advise on Career: শিক্ষার্থীরা যেন কোনও চাপে বা বন্ধুদের নকল করে কোনও স্ট্রিম বেছে না নেয়।
ঝাঁসি: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ। শিক্ষার্থীরা এখন তাঁদের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। ফলাফল আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সবচেয়ে বড় দ্বিধা হল এর পর তাঁরা কোন কেরিয়ার বেছে নেবেন। দশম শ্রেণির ছাত্ররা কোন স্ট্রিম নির্বাচন করবেন তা নিয়ে বিভ্রান্ত এবং দ্বাদশ শ্রেণির ছাত্ররা কোন কোর্সটি বেছে নেবেন তা নিয়ে দ্বিধায় রয়েছেন।
নিউজ ১৮ লোকাল কেরিয়ার বিশেষজ্ঞ ডঃ উমেশ কুমারের সঙ্গে আলাপচারিতায় তিনি শিক্ষার্থীদের সহায়তার জন্য কিছু পরামর্শ দিয়েছেন। দশম শ্রেণির ছাত্রদের জন্য ড. উমেশ কুমার বলেন যে, প্রথমত যুবকদের তাঁদের আগ্রহের বিষয়গুলি সম্পর্কে বুঝতে হবে। তারপর স্ট্রিমটি বিজ্ঞান, বাণিজ্য বা কলা বেছে নিতে হবে। স্ট্রিম যাই হোক না কেন, সব ক্ষেত্রেই একটি ভাল কেরিয়ার সুযোগ রয়েছে তা যাচাই করতে হবে।
advertisement
আরও পড়ুন: কলকাতায় আসছে ইনফোসিস, বিরাট চাকরির সুযোগের বার্তা সংস্থার
শিক্ষার্থীরা যেন কোনও চাপে বা বন্ধুদের নকল করে কোনও স্ট্রিম বেছে না নেয়। প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকা ও পরিবারের সঙ্গে কথা বলতে হবে। নতুন শিক্ষানীতির পর কোনও কোর্সে এখন আর বাধা নেই। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কুমারের পরামর্শ, জাতীয় শিক্ষা নীতি ২০২০-র প্রবর্তনের পরে কোনও কোর্সই আর শিক্ষার্থীদের জন্য বাধা নয়। বিজ্ঞান ধারার শিক্ষার্থীও আর্টসের কোর্স করতে পারেন। মেজর এবং মাইনর কোর্সে পড়াশোনা করতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন: দশম শ্রেণি উত্তীর্ণদের জন্য সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ! অবশ্যই জানুন
একজন কমার্স স্টুডেন্ট একই সঙ্গে ফটোগ্রাফি কোর্সও করতে পারেন। শিক্ষার্থী এবং অভিভাবক উভয়কেই বুঝতে হবে যে প্রতিটি কোর্সেই কেরিয়ার তৈরি করা যায়। বাংলা-হিন্দিতে পড়াশোনা করার পরেও, শিক্ষার্থীরা আন্তর্জাতিক স্তরে চাকরি পেতে পারেন। তাই শিক্ষার্থীর উচিত যে কোর্সে আগ্রহী এবং আরও ভাল প্রতিভা দেখাতে পারেন সেদিকে টার্গেট করা।
advertisement
শাশ্বত সিং
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 5:33 PM IST