Vande Bharat Express: রবিবার যাত্রা শুরু নয়া চেহারার বন্দে ভারত এক্সপ্রেসের

Last Updated:

কেমন হচ্ছে নতুন বন্দে ভারত জেনে নিন।

রবিবার যাত্রা শুরু নয়া চেহারার বন্দে ভারতের
রবিবার যাত্রা শুরু নয়া চেহারার বন্দে ভারতের
আবীর ঘোষাল, কলকাতা: রবিবার দেশজুড়ে যাত্রা শুরু করছে ৯ টি নয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেস। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এই বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করেছে ৷ তবে এতদিন যে ধরণের বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করত, নয়া ট্রেন সেটে তাতে বেশ কিছু বদল আনা হয়েছে ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘‘যাত্রীদের সঙ্গে কথা বলে একটা ধারণা আমরা তৈরি করেছি, মানুষ কী কী বদল চাইছে ৷ আর সেটাই নয়া ট্রেন সেটে থাকতে চলেছে।’’
রেলের পক্ষ জানানো হয়েছে, নয়া বৈশিষ্ট যা বন্দে ভারত ট্রেন সেটে থাকছে তা হল, বন্দে ভারতের রেকগুলিতে আসন এত দিন ১৭.৩১ ডিগ্রি কোণ করে হেলানো থাকত। সেই কোণের মান বাড়িয়ে ১৯.৩৭ ডিগ্রি করা হচ্ছে। অর্থাৎ, আরও বেশি হেলে থাকবে আসন। হেলান দিতে আরাম লাগবে।ট্রেনের এগ্‌জ়িকিউটিভ চেয়ার কারের আসনের রং-ও বদলে যাচ্ছে। লাল থেকে রং হচ্ছে নীল।
advertisement
advertisement
ট্রেনের আসনের নীচে মোবাইল চার্জ দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আরও সহজে মোবাইলে চার্জ দিতে পারবেন যাত্রীরা। ট্রেনের শৌচালয়ে আলোর মাত্রা কিছুটা বৃদ্ধি করছে রেল। ১.৫ ওয়াটের পরিবর্তে এ বার থেকে শৌচালয়ে ২.৫ ওয়াটের আলো জ্বলবে।
advertisement
হাত ধোয়ার বেসিন আগের থেকে বড় করা হয়েছে। এতে হাত ধুতে গেলে জল বাইরে ছিটকে আসার সম্ভাবনা কমবে। শৌচালয়ের হাতল আরও বাঁকানো হয়েছে নতুন রেকে। যাতে যাত্রীদের ধরতে সুবিধা হয়। ট্রেনের জলের কলগুলিও পাল্টে দেওয়া হচ্ছে।
advertisement
বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের হুইলচেয়ার রাখার ব্যবস্থা আগের চেয়ে উন্নত এবং সুবিধাজনক করা হচ্ছে। কোনও কারণে ট্রেনে আগুন লাগলে অগ্নি নির্বাপক যন্ত্রগুলি যাতে সহজে দেখা যায়, তাই তার আবরণ স্বচ্ছ করা হচ্ছে। কামরার ভিতরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও উন্নত করতে বেশ  কিছু পদক্ষেপ করছে রেল। কামরার দরজাগুলি বৈদ্যুতিন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যাতে আরও সহজ হয়, সেই বন্দোবস্ত করা হচ্ছে।
advertisement
ট্রেনে যাত্রীদের মালপত্র রাখার তাকগুলি সামান্য ছোঁয়ায় যাতে সক্রিয় হয়ে ওঠে, সেই ব্যবস্থা করা হচ্ছে নতুন বন্দে ভারতে। আপৎকালীন পরিস্থিতিতে ট্রেন থামিয়ে দেওয়ার জন্য যে বোতাম রয়েছে, চালকের সুবিধার্থে তার জায়গা বদল করা হচ্ছে। চালকের সুবিধার্থে ট্রেনগুলিতে প্যান্টোগ্রাফও আগের চেয়ে উঁচু করা হচ্ছে। এ ছাড়া বাইরের অংশে ‘নোজ’ আরও মজবুত করা হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Vande Bharat Express: রবিবার যাত্রা শুরু নয়া চেহারার বন্দে ভারত এক্সপ্রেসের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement