Uttar Pradesh Snake News: স্কুলের রান্নাঘরে ঘাপটি মেরে বসেছিল ভয়ঙ্কর বিপদ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাঁধুনী

Last Updated:

Uttar Pradesh Snake News: স্কুলের রান্নাঘরে ঘাপটি মেরে বসেছিল ভয়ঙ্কর বিপদ৷ বালতির মধ্যে কেউটে! সঠিক সময় দেখে ফেলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাঁধুনী৷

উত্তরপ্রদেশের স্কুলের কিং কোবরা আতঙ্ক।
উত্তরপ্রদেশের স্কুলের কিং কোবরা আতঙ্ক।
রামপুর: প্রবল বন্যায় একাধিক গ্রাম ভেসে গিয়েছে উত্তরপ্রদেশে৷ মানুষ বাড়ি-ঘর ছাড়া তো হয়েছেনই, তবে এখানেই সমস্যার শেষ নয়৷ বন্যার জলে ভেসে বিষাক্ত সাপও ঢুকে গিয়েছে বাড়ি-স্কুলে৷ কয়েকটি জায়গায় জল নেমে গেলেও সমস্যার সমাধান হয়নি৷ বাড়ি, ঘর, স্কুলে থেকে গিয়ে বিষাক্ত সাপ৷ আর সেটাই আপাতত চিন্তার অন্যতম প্রধান কারণ৷
এতদিন বন্যার কারণে গ্রামে ঢুকে গিয়েছিল জল৷ রামপুরের চামরাউয়া ব্লকের আহমেদ নগর খেদা গ্রামের সরকারি স্কুলও তাই বন্ধ ছিল৷ জল নামার পর ফের স্কুল খোলে৷ রান্নাঘরে এক বালতিতে দেখা গিয়েছে সাপটিকে৷ রাঁধুনী জলের জন্য এক বালতিতে হাত দিতেই দেখেন সামনে সাক্ষাৎ মৃত্যু৷ সাপটি গোখড়ো ছিল বলেই জানা গিয়েছে৷ ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ায় শিক্ষক থেকে পড়ুয়াদের মধ্যে৷
advertisement
advertisement
ঘটনাটি ঠিক কী হয়েছিল৷ বেশ কয়েকদিন স্কুল বন্ধের পর ফের তা খুলে যায়৷ নির্দিষ্ট সময় অনুযায়ী সকাল ৮টায় শিশু ও শিক্ষকরা ক্লাসে বসে। সকাল সকাল রান্নাঘরের কাজ শুরু করেন রাঁধুনী কিরণ। রান্নার জলের জন্য এক বালতিতেই হাত দিতেই সে দেখে ভিতরে কিছ একটা নড়ছে৷ এরপর তিনি ভালোভাবে খেয়াল করতেই দেখেন, বালতির ভিতরে একটা কিং কোবরা। রান্না ফেলে প্রবল আতঙ্কে চিৎকার করতে করতে বাইরে চলে আসেছ৷ শোড়গোল শুনে বাইরে চলে আসে শিক্ষক ও পড়ুয়ারাও৷ স্কুলে প্রবল বিশৃঙ্খলা শুরু হয়।
advertisement
স্কুলের অধ্যক্ষ এরপর বিষয়টি গ্রামপ্রধানকে জানান। গ্রামের প্রধান এরপর কয়েকজন গ্রামবাসীকে নিয়ে স্কুলে পৌঁছন৷ বিষাক্ত সাপটিকে এরপর উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এরপরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্কুলের কর্মচারী ও শিশুরা।
advertisement
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও বন্যার কারণে রামপুরে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের জন্য সোমবারও স্কুল বন্ধ ছিল। মঙ্গলবার ছুটির পর বুধবার স্কুল খোলার সময় ঘটনাটি ঘটে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Snake News: স্কুলের রান্নাঘরে ঘাপটি মেরে বসেছিল ভয়ঙ্কর বিপদ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাঁধুনী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement