Uttar Pradesh News: ফের হিংস্র জন্তুর আক্রমণের শিকার একাধিক, নেকড়ে না অন্য কিছু! চিন্তায় বন দপ্তর

Last Updated:

Uttar Pradesh News: উত্তর প্রদেশে ফের আতঙ্কে সাধারণ মানুষ। হিংস্র জন্তুর আক্রমণের শিকার একাধিক, নেকড়ে না অন্য কিছু! চিন্তায় বন দপ্তর৷ বাইরে যাওয়া সাহস হারাচ্ছেন স্থানীয়রা৷

উত্তরপ্রদেশে ফের হিংস্র নেকড়ের আক্রমণ?
উত্তরপ্রদেশে ফের হিংস্র নেকড়ের আক্রমণ?
আলিগড়: উত্তরপ্রদেশে ফের বন্য প্রাণীর আক্রমণ! এবার কোন জন্তুর আতঙ্কে গ্রামবাসীরা? বন দফতরের তরফ থেকে জানানো হয়েছে সেটি নেকড়ে, হায়না অথবা শিয়াল হতে পারে৷
গত কয়েকদিনে উত্তরপ্রদেশে একের পর এক বন্য জন্তুর আক্রমণের ঘটনা সামনে এসেছে৷ কখনও নেকড়ে, কখনও চিতাবাঘ আবার কখনও হিংস্র বাঁদরের দল আক্রমণ করেছে৷ হঠাৎ এই বন্য জন্তুরা এত আক্রমণাত্মক হয়ে গিয়েছে কেন সেটাও চিন্তায় রেখেছে বন বিভাগের কর্মীদের৷
advertisement
advertisement
আলিগড় জেলার তহসিল আত্রৌলি এলাকায় গত পাঁচ দিন ধরে ফের বন্য প্রাণীর আতঙ্ক। জানা গিয়েছে সেটির আক্রমণে প্রায় নয়জন গ্রামবাসী আহত৷ ১১ সেপ্টেম্বর, দাদনের ভবানীপুরে সেটি একটি ছাগল শিকার করেছে। বন বিভাগের মতে, হিংস্র হয়ে ওঠা জন্তুটি শিয়াল হতে পারে৷ তবে তারা নিশ্চিত নয়৷ গ্রামবাসীদের তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
তিন দিন আগে নাহাল গ্রামের তিন ব্যক্তি এই হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হয়েছেন। তাঁদের হাতে ও পায়ে কামড়ের চিহ্ন রয়েছে। জানা গিয়েছে মাঠ থেকে কাজ সেরে বাড়ি ফেরার সময়ই তাঁদের উপর আক্রমণ করে জন্তুটি। ১১ সেপ্টেম্বরও এই একই প্রাণীর আক্রমণের শিকার হয়েছিলেন আরও দুজন৷ বিজৌলি ব্লকের দাতাচলি, খুরদিয়া, ধুররা এবং মন্দপুর গ্রামেও বেশ কয়েকজনের উপর আক্রমণের খবর সামনে এসেছে৷ আহতদের সরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে৷
advertisement
কোন জন্তুর আক্রমণে এমন ঘটছে সেটা নিশ্চিত না হওয়া গেলেও আশঙ্কার আঙুল নেকড়েদের উপরই৷ কারণ ইদানীং রাজ্যে একের পর এক নেকড়ে হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে এবং সাধারণ মানুষ প্রচণ্ড আতঙ্কে রয়েছে। তাদের আশঙ্কা, এই প্রাণীটিও নেকড়ে হতে পারে। যদিও বন বিভাগের তরফে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়নি৷ তাদের তরফে জানানো হয়েছে, এ এলাকায় নেকড়ে বা হায়না সাধারণত দেখা যায় না৷
advertisement
এমন পরিস্থিতিতে বন বিভাগের তরফে পরামর্শও দেওয়া হয়েছে৷ ফরেস্ট রেঞ্জার আত্রৈলী মাহফুজ আলী জানিয়েছেন, হঠাৎ হিংস্র হয়ে ওঠা প্রাণীটি শেয়াল হতে পারে। গ্রাম থেকে এমন তথ্য পাওয়া গিয়েছে যে প্রাণীটি কোনও কিছু শিকার করলে সেই একই জায়গায় বারবার ফিরে আসছে৷ এমন অবস্থায় গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রাণীটিকে দেখতে পেলেই সেটির একটি ছবি তুলে রাখার কথা বলা হয়েছে, যাতে এটিকে সহজেই চেনা যায়৷।
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: ফের হিংস্র জন্তুর আক্রমণের শিকার একাধিক, নেকড়ে না অন্য কিছু! চিন্তায় বন দপ্তর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement