Uttar Pradesh News: প্রবল বন্যায় বাড়ি-ঘড় ছাড়া অগুনতি মানুষ, ভয়ঙ্কর অবস্থা এই রাজ্যে, একাধিক গ্রাম জলের তলায়
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Uttar Pradesh News: প্রবল বৃষ্টিতে বেড়েছে নদীর জলস্তর, ভেসে গিয়েছে দুই পাড়, প্রবল বন্যায় বাড়ি-ঘড় ছাড়া অগুনতি মানুষ, ভয়ঙ্কর অবস্থা এই রাজ্যে, একাধিক গ্রাম আপাতত জলের তলায়৷
লখিমপুর খেরি: লাগামছাড়া বৃষ্টি। বেড়ে গিয়েছে নদীর জল। আর তার জেরেই আপাতত প্রবল সমস্যায় উত্তর প্রদেশের মানুষ৷ শারদা-ঘাঘরার মতো নদীগুলি আপাতত ছাপিয়ে গিয়েছে৷ তার জেরে ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম৷
টানা বৃষ্টি তার উপর বনবাসা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে৷ এই দুই-এর যোগে শারদা, মোহনা ও ঘাঘরা নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে অনেকটা৷ প্রবল বন্যায় পলিয়া, বিজুয়া, টিকুনিয়া ও ধৌরাহারা-এর মতো গ্রামগুলির অবস্থা বেশ শোচনীয়৷ এলাকার প্রায় ৬০টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত। নীচের ঘরে জল ঢুকে যাওয়ায় এই গ্রামগুলিতে মানুষ আপাতত বাড়ির ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়েছে৷ রাস্তাঘাট বলে কিছু নেই৷ সবই দলের তলায়৷ এমন পরিস্থিতিতে গ্রামগুলিতে নৌকাই আপাতত হয়ে উঠে যাতায়াতের একমাত্র মাধ্যম৷
advertisement
advertisement
শারদা নদীর তীরে অবস্থিত দীপনগর, রঘুনগর, ইন্দর নগর, তান্ডা, রঘুনন্দন পূর্বা, জনকপুর, কৌদিয়ালার মতো গ্রামগুলিতে মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছে। বন্যার কারণে এই মুহূর্তে ভিরা-পালিয়া রাজ্য সড়ক বন্ধ, যার জেরে যান চলাচলও ব্যাহত।
advertisement
শারদা নদীর জলস্তর বৃদ্ধির কারণে গোলা তহসিলের সাত নম্বর বন, গ্রাম পঞ্চায়েতের মাজরে কুনারপুর শাহপুর, বাঘেরা, রেবতীপুরওয়া, রামেশ্বরপুর, রায়নাগঞ্জ, রামনগর, চাঁদপুরা, রাদাবাজার, বেলহা সিকতিহা, কারসাউর, হুজুরপুরওয়া, বেঞ্চপুরোয়া, রুরাসুলপুর, পূজাগাঁও আষাঢ়ী, মুদিয়া পূজাগাঁও জোহারা, গুজারা, সিংগিয়া ও মেহেন্দি গ্রামের বাড়ি-ঘর ভেসে গিয়েছে। গ্রামের মানুষও আপাতত বাড়ির ছাদে উঠে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে। প্যাকেটে করে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের কাছে৷
advertisement
নিঘাসন তহসিল এলাকায় শারদা নদীর জলস্তর বৃদ্ধির কারণে প্রায় ছটি গ্রামের অবস্থা ভয়ঙ্কর৷ বন্যায় বেশিরভাগ ধানের জমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে৷ ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2024 1:39 PM IST