Lakhimpur Kheri || ফিরে এল আট বছর আগের স্মৃতি! দুই দলিত-কন্যার ঝুলন্ত দেহ ঘিরে এবার তোলপাড় লখিমপুর

Last Updated:

দুই দলিত কন্যা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তোলপাড় লখিমপুর। পুলিশ সূত্রে খবর, একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৫।

#লখিমপুর: ২০১৪ সালের কোনও এক সকালে এক ভয়াবহ দৃশ্য দেখে থমকে গিয়েছিল গোটা গ্রাম৷ গাছের ডাল থেকে ঝুলছে দুই কিশোরীর মৃতদেহ৷ শিউরে উঠেছিল গোটা দেশ৷ বেশ কিছু বছর পর সেই ভয়াবহতা তুলে ধরা হয়েছিল আর্টিকেল ১৫ ছবির মাধ্যমেও৷ আট বছরের পরের সেই ভয়ানক স্মৃতি ফিরে এল উত্তরপ্রদেশে৷ বদায়ুঁর ঘটনারই পুনরাবৃত্তি লখিমপুর খেরিতে৷
দুই দলিত কন্যা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তোলপাড় লখিমপুর। পুলিশ সূত্রে খবর, একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৫। নিগহাসান থানা এলাকার একটি গাছ থেকে তাদের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দুই নাবালিকা সম্পর্কে দুই বোন৷ তাদের মায়ের অভিযোগ, মেয়েদের হত্যা করা হয়েছে। তাঁর দাবি, কয়েকজন যুবক বাইকে করে ওই নাবালিকদের অপহরণ করেছিল। অভিযোগের ভিত্তিতে খুন, ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
advertisement
advertisement
ঘটনায় গ্রেফতার করা হয়েছে সুহেল, জুনায়েদ, হাফিজুল রহমান, করিমুদ্দিন ও আরিফ নামের ৫ যুবককে। ছোটু নামে আরও একজন যে অভিযুক্তদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ প্রধান সঞ্জীব সুমন সাংবাদিকদের বলেন, দুই নাবালিকাকে একটি আখ খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে সুহেল ও জুনায়েদ৷ সুহেল ও জুনায়েদের সঙ্গে দুই বোনের বন্ধুত্ব ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, "মেয়েরা বিয়ের জন্য জেদ করলে, পুরুষরা তাদের দোপাট্টা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর করিমুদ্দিন এবং আরিফ ঘটনাস্থলে এসে ঢাকতে সাহায্য করে। তারা মৃতদেহ গাছে ঝুলিয়ে রেখেছিল যাতে এটিকে আত্মহত্যার মতো দেখায়।" .
বাংলা খবর/ খবর/দেশ/
Lakhimpur Kheri || ফিরে এল আট বছর আগের স্মৃতি! দুই দলিত-কন্যার ঝুলন্ত দেহ ঘিরে এবার তোলপাড় লখিমপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement