পার্থর পুজোর 'মুখ' অর্পিতা! নাকতলায় পুজো হলেও অর্পিতার পুজো কি কাটবে জেলেই? সব পরিকল্পনাই মাটি

Last Updated:
Arpita Mukherjee Partha Chatterjee: : গ্রেফতার অর্পিতার বর্তমান ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার। একসময় অভিনয় জগতে পা রাখা এই অর্পিতার উত্থান-পতন ঘিরে গোটা বাংলা তোলপাড়। এই পুজোয় কেমন কাটবে নাকতলা উদয়ন সংঘের এককালের 'পুজোর মুখ' অর্পিতা মুখোপাধ্যায়ের?
1/14
অর্পিতা মুখোপাধ‍্যায়। গত মাস দেড়েক ধরে খবরের শিরোনামে উঠে এসেছে এই নাম। নিয়োগ দুর্নীতি তদন্ত চলাকালীন উঠে আসা সূত্রের দাবি, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়ের ‘পরিচিত’ এই অর্পিতাই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে জনপ্রিয় নাকতলা উদয়ন সংঘের দূর্গাপুজোর মুখ, অর্থাৎ ব্র্যান্ড আম্বাসাডার।
অর্পিতা মুখোপাধ‍্যায়। গত মাস দেড়েক ধরে খবরের শিরোনামে উঠে এসেছে এই নাম। নিয়োগ দুর্নীতি তদন্ত চলাকালীন উঠে আসা সূত্রের দাবি, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়ের ‘পরিচিত’ এই অর্পিতাই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে জনপ্রিয় নাকতলা উদয়ন সংঘের দূর্গাপুজোর মুখ, অর্থাৎ ব্র্যান্ড আম্বাসাডার।
advertisement
2/14
সেই অর্পিতার ফ্ল‍্যাট থেকেই ইডির হানায় উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা, সোনাদানা আর সেইসঙ্গে নানা গুরুত্বপূর্ণ নথি। গ্রেফতার অর্পিতার বর্তমান ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার। একসময় অভিনয় জগতে পা রাখা এই অর্পিতার উত্থান-পতন ঘিরে গোটা বাংলা তোলপাড়।
সেই অর্পিতার ফ্ল‍্যাট থেকেই ইডির হানায় উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা, সোনাদানা আর সেইসঙ্গে নানা গুরুত্বপূর্ণ নথি। গ্রেফতার অর্পিতার বর্তমান ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার। একসময় অভিনয় জগতে পা রাখা এই অর্পিতার উত্থান-পতন ঘিরে গোটা বাংলা তোলপাড়।
advertisement
3/14
সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায় নাকতলা উদয়ন সংঘের পুজোর সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। একবার দুর্গাপুজোর 'মুখও' হয়েছিলেন অর্পিতা। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবিও রয়েছে।
সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায় নাকতলা উদয়ন সংঘের পুজোর সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। একবার দুর্গাপুজোর 'মুখও' হয়েছিলেন অর্পিতা। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবিও রয়েছে।
advertisement
4/14
নাকতলা উদয়ন সংঘের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ওতপ্রোতভাবে যুক্ত। এই পুজোর চেয়ারম্যানও তিনিই। প্রতি বছরই প্রচুর খরচে এই থিম দুর্গাপুজো হয়। অর্থাৎ ইডির দাবি অনেকটাই সত্যি, যে অর্পিতা পার্থবাবুর পরিচিত।
নাকতলা উদয়ন সংঘের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ওতপ্রোতভাবে যুক্ত। এই পুজোর চেয়ারম্যানও তিনিই। প্রতি বছরই প্রচুর খরচে এই থিম দুর্গাপুজো হয়। অর্থাৎ ইডির দাবি অনেকটাই সত্যি, যে অর্পিতা পার্থবাবুর পরিচিত।
advertisement
5/14
নাকতলা ছাড়াও আরও একটি পুজোর সঙ্গে যুক্ত ছিলেন অর্পিতা। তাঁর নিজের বাড়ির পুজো। বেলঘরিয়ায় অর্পিতার বাড়ির জমিতে হয় দেওয়ান পাড়া সর্বজনীন দূর্গোৎসব কমিটির পুজো‌।
নাকতলা ছাড়াও আরও একটি পুজোর সঙ্গে যুক্ত ছিলেন অর্পিতা। তাঁর নিজের বাড়ির পুজো। বেলঘরিয়ায় অর্পিতার বাড়ির জমিতে হয় দেওয়ান পাড়া সর্বজনীন দূর্গোৎসব কমিটির পুজো‌।
advertisement
6/14
এবার ৭৫ বছরে পা দেবে এই পুজো। পাড়ার বাসিন্দারা সকলেই এই পুজোর সঙ্গে যুক্ত‌। বাড়ির মেয়ে অভিনেত্রী হলেও নাকি কখনো কোনো রকম তারকাসুলভ হাবভাব দেখাননি বলেই পুজো কমিটির এক উদ‍্যোক্তা।
এবার ৭৫ বছরে পা দেবে এই পুজো। পাড়ার বাসিন্দারা সকলেই এই পুজোর সঙ্গে যুক্ত‌। বাড়ির মেয়ে অভিনেত্রী হলেও নাকি কখনো কোনো রকম তারকাসুলভ হাবভাব দেখাননি বলেই পুজো কমিটির এক উদ‍্যোক্তা।
advertisement
7/14
এ বছরটা খুব স্পেশ‍্যাল ছিল অর্পিতার কাছে। ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে নিজেই নাকি উদ‍্যোক্তাদের ফোন করেছিলেন তিনি। কথা দিয়েছিলেন, টলিউডের কোনও নামী তারকাকে আনবেন। অর্পিতা ভাবতেও পারেননি আর কয়েকদিন পরে জীবনে নেমে আসবে।
এ বছরটা খুব স্পেশ‍্যাল ছিল অর্পিতার কাছে। ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে নিজেই নাকি উদ‍্যোক্তাদের ফোন করেছিলেন তিনি। কথা দিয়েছিলেন, টলিউডের কোনও নামী তারকাকে আনবেন। অর্পিতা ভাবতেও পারেননি আর কয়েকদিন পরে জীবনে নেমে আসবে।
advertisement
8/14
পাড়ায় অর্পিতার ভাবমূর্তি ছিল অন‍্যরকম। মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়ের সঙ্গে নাকি নিজের বাবার সূত্রেই আলাপ বলে জানিয়েছিলেন অর্পিতা। মন্ত্রীকে নিজের ‘মামা’ বলে পরিচয় দিতেন বলে দাবি স্থানীয়দের।
পাড়ায় অর্পিতার ভাবমূর্তি ছিল অন‍্যরকম। মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়ের সঙ্গে নাকি নিজের বাবার সূত্রেই আলাপ বলে জানিয়েছিলেন অর্পিতা। মন্ত্রীকে নিজের ‘মামা’ বলে পরিচয় দিতেন বলে দাবি স্থানীয়দের।
advertisement
9/14
টলিউডে অভিনয় করেন অর্পিতা, একথা জানতেন সকলেই। তাই বৈভব নিয়েও কখনও কেউ সন্দেহ প্রকাশ করেননি। সেই অর্পিতার ফ্ল‍্যাট থেকেই ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় কার্যত আকাশ থেকে পড়েছেন পাড়ার বাসিন্দারা।
টলিউডে অভিনয় করেন অর্পিতা, একথা জানতেন সকলেই। তাই বৈভব নিয়েও কখনও কেউ সন্দেহ প্রকাশ করেননি। সেই অর্পিতার ফ্ল‍্যাট থেকেই ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় কার্যত আকাশ থেকে পড়েছেন পাড়ার বাসিন্দারা।
advertisement
10/14
গত জুলাই মাসে গ্রেফতার হয়েছেন অর্পিতা। ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল‍্যাট ছেড়ে আস্তানা এখন আলিপুর সংশোধনাগার। প্রত‍্যেক বছরের মতো এ বছরেও বেলঘরিয়ায় তাঁর পাড়ায় পুজো হবে। তবে অর্পিতা সম্ভবত থাকতে পারবেন না সেখানে।
গত জুলাই মাসে গ্রেফতার হয়েছেন অর্পিতা। ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল‍্যাট ছেড়ে আস্তানা এখন আলিপুর সংশোধনাগার। প্রত‍্যেক বছরের মতো এ বছরেও বেলঘরিয়ায় তাঁর পাড়ায় পুজো হবে। তবে অর্পিতা সম্ভবত থাকতে পারবেন না সেখানে।
advertisement
11/14
প্রসঙ্গত, আজ বুধবারই ফের আদালতে হাজিরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। সংশোধনাগারে থাকাকালীন এই নিয়ে তৃতীয় দফায় আদালতে হাজিরা দেবেন পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, আজ বুধবারই ফের আদালতে হাজিরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। সংশোধনাগারে থাকাকালীন এই নিয়ে তৃতীয় দফায় আদালতে হাজিরা দেবেন পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়।
advertisement
12/14
তবে সশরীরে নয়, বুধবারও ভার্চুয়াল হাজিরা দেবেন এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ ও অর্পিতা। এর আগের বারও ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তাঁরা।
তবে সশরীরে নয়, বুধবারও ভার্চুয়াল হাজিরা দেবেন এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ ও অর্পিতা। এর আগের বারও ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তাঁরা।
advertisement
13/14
.পার্থ বাবু সশরীরে হাজিরা দিতে চাইলেও অনুমতি দেয়নি আদালত। তাঁর আইনজীবীদের তরফে ৩১ অগস্ট শেষ শুনানির সময়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছিলেন বিচারক।
.পার্থ বাবু সশরীরে হাজিরা দিতে চাইলেও অনুমতি দেয়নি আদালত। তাঁর আইনজীবীদের তরফে ৩১ অগস্ট শেষ শুনানির সময়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছিলেন বিচারক।
advertisement
14/14
সংশোধনাগারে থাকাকালীন তিন দফায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে ইডি। সোমবারও বিকেলে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে গিয়ে প্রায় চার ঘণ্টা পার্থকে জেরা করেন ইডির তদন্তকারী অফিসাররা।
সংশোধনাগারে থাকাকালীন তিন দফায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে ইডি। সোমবারও বিকেলে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে গিয়ে প্রায় চার ঘণ্টা পার্থকে জেরা করেন ইডির তদন্তকারী অফিসাররা।
advertisement
advertisement
advertisement