Volodymyir Zelenskiy calls Narendra Modi: পাশে থাকুন, রাষ্ট্রপুঞ্জে সমর্থনের আর্জি নিয়ে মোদিকে ফোন ইউক্রেন প্রেসিডেন্টের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শান্তি প্রক্রিয়া শুরু করতে কিছু করণীয় থাকলে ভারত যে প্রস্তুত, তাও জেলেনিস্কিকে জানিয়েছেন নরেন্দ্র মোদি (Volodymyir Zelenskiy calls Narendra Modi)৷
#কিভ: দেশের পরিস্থিতির কী, তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি (Volodymyir Zeleneskiy calls Narendra Modi)৷ শনিবার ট্যুইট করে নিজেই এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট৷
রাশিয়ার আগ্রাসনের (Russia Attacks Ukraine) বিরুদ্ধে তিনি ভারতের থেকে রাষ্ট্রপুঞ্জে রাজনৈতিক সমর্থনও চেয়েছেন৷ কারণ রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোটদান থেকে বিরত থেকেছে ভারত৷ ভারতের এই অবস্থানের প্রশংসা করে ভারতে অবস্থিত রাশিয়ার দূতাবাসের তরফে ট্যুইট করা হয়৷ এর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় ইউক্রেনের প্রেসিডেন্টের৷
advertisement
advertisement
জেলেনিস্কি মোদিকে জানিয়েছেন, এই মুহূর্তে ইউক্রেনে প্রায় এক লক্ষের বেশি রুশ সেনা ঢুকে পড়েছে৷ ট্যুইটারে ইউক্রেনের প্রেসিডেন্ট লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হল৷ তাঁকে জানিয়েছি কীভাবে আমরা রুশ হানার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছি৷ এই মুহূর্তে এক লক্ষাধিক অভ্যুত্থানকারী আমাদের মাটিতে রয়েছে৷ তারা নির্বিচারে আবাসিক বাড়িগুলিতেও গুলি চালাচ্ছে৷ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আমাদের সমর্থন করার জন্য ভারতকে অনুরোধ করেছি৷ একসঙ্গে এই আগ্রাসনের প্রতিরোধ করা দরকার৷'
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, 'ইউক্রেনে সংঘাতের পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জেলেনিস্কি বিশদে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন৷ এই সংঘাতের জেরে যে অসংখ্য প্রাণহানি এবং বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷'
advertisement
বিবৃতিতে আরও জানানো হয়েছে, অবিলম্বে হিংসা বন্ধ করে আলোচনা শুরুর উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী৷ শান্তি প্রক্রিয়া শুরু করতে কিছু করণীয় থাকলে ভারত যে প্রস্তুত, তাও জেলেনিস্কিকে জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ ইউক্রেনে থাকা ভারতীয় ছাত্র সহ সব নাগরিকদের সুরক্ষা নিয়েও ভারতের গভীর উদ্বেগের কথা জেলেনিস্কিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ ভারতীয় নাগরিকদের নিরাপদে বের করে আনতে ইউক্রেনের কর্তৃপক্ষের সহযোগিতাও চেয়েছেন নরেন্দ্র মোদি৷
advertisement
অন্যদিকে রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাবে ভারতের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তকে স্বাধীন এবং ভারসাম্যমূলক বলে প্রশংসা করেছে ভারতে অবস্থিত রাশিয়ার দূতাবাস৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2022 8:40 PM IST