Russia Ukraine War: রাশিয়া- ইউক্রেন যুদ্ধে কি বাড়বে পেট্রোল- ডিজেলের দাম? বিবৃতি জারি কেন্দ্রের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সেরকম পরিস্থিতি তৈরি হলে সরকার কৌশলগত কারণে মজুত করে রাখা তেলও বাজারে ব্যবহারের জন্য ছেড়ে দেব বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে (Russia Ukrain War)৷
#দিল্লি: রাশিয়া- ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) পরিস্থিতি তৈরি হওয়ার পরই গোটা বিশ্বে অপরিশোধিত তেলের দাম বাড়ছে৷ অনেকেই আশঙ্কা করছেন, উত্তর প্রদেশে নির্বাচন (Uttar Pradesh Elections)মিটলেই ভারতেও তেলের দাম লাফিয়ে বাড়বে৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিল, বিশ্ব বাজারে তেলের দাম (Petrol Diesel Prices) আচমকা বাড়লেও ভারতে যাতে জ্বালানির দামে স্থিতিশীলতা বজায় থাকে, তা নিশ্চিত করা হবে৷
পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, 'বিশ্ব বাজারের পরিস্থিতির উপরে ভারত সরকার নজর রাখছে, পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় কোনও বাধা সৃষ্টি হচ্ছে কি না, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে৷ জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে যাতে নাগরিকরা অবিচারের শিকার না হন এবং দাম স্থিতিশীল থাকে, তার জন্য ভারত তৈরি রয়েছে৷'
আরও পড়ুন: রিল নয় রিয়েল, শত্রু রাশিয়ার ট্যাঙ্ক আটকাতে শরীরে মাইন বেঁধে ওড়ালেন ব্রিজ, ভাইরাল ভিডিও
advertisement
advertisement
এমন কি, সেরকম পরিস্থিতি তৈরি হলে সরকার কৌশলগত কারণে মজুত করে রাখা তেলও বাজারে ব্যবহারের জন্য ছেড়ে দেব বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে৷
এমনিতে গত ৪ নভেম্বরের পর টানা ১১৩ দিন ধরে দেশে পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে৷ কিন্তু রাশিয়া- ইউক্রেন দ্বন্দ্বের জেরে বর্তমান পরিস্থিতিতে তেলের দাম বাড়া অবধারিত বলেই আশঙ্কা তৈরি হয়েছে৷
advertisement
এ দিকে রয়টার্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েকদিনে ক্রমাগত দাম বাড়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গতকাল কিছুটা হলেও কমেছে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2022 7:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Russia Ukraine War: রাশিয়া- ইউক্রেন যুদ্ধে কি বাড়বে পেট্রোল- ডিজেলের দাম? বিবৃতি জারি কেন্দ্রের